বাংলাহান্ট ডেস্কঃ মোবাইল দুনিয়ায় এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় সংস্থা রেডমি। স্টাইলিশ লুক থেকে শুরু করে উন্নত ফিচার রেডমি ফোনে রয়েছে টেক স্যাভিদের মন জয় করার সমস্ত উপাদানই। পাশাপাশি দামও সাধ্যের মধ্যে। ভারতে এই ফোন লঞ্চ হয়েছে আগেই রেডমি নোট এইট ডুয়েল নামে। সম্প্রতি ইন্দোনেশিয়ায় লঞ্চ হল রেডমি ৮এ প্রো। যা বিশ্বজুড়ে গ্রাহকদের মন জয় করে নিয়েছে।
এই ফোনটিতে রয়েছে ২ জিবি ব়্যাম সহ ৩২ জিবি এবং ৩ জিবি ব়্যাম সহ ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ক্যাপাসিটি। পাশাপাশি রয়েছে ৬.২২ ইঞ্চি ফুল এইডি প্লাস ডিসপ্লে। যার রেজিউলেশন ৭২০×১৫২০।
আন্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। আছে ৫০০০ এমএইচ নন রিমুভেবল ব্যাটারিও। পাওয়া যাবে স্কাই হোয়াইট, সি ব্লু ও মিডনাইট গ্রে রং এ।
রেডমি এইট এ প্রো স্মার্টফোনে সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেনসর।পাশাপাশি রিয়ার ক্যামেরা তে রয়েছে তিনটে ক্যামেরা 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। ডেপথ সেন্সর, প্যানোরামা, এইচডি, এলইডি ফ্ল্যাশ এর সুবিধা। ইন্দোনেশিয়ায় এই ফোনটির দাম হয়েছে ৭ হাজার ১০০ টাকা। এছাড়াও ফোনে রয়েছে গরিলা গ্লাস ৫ এর সুরক্ষা। স্নাপ ড্রাগণ 439 এর চিপসেট। সব মিলিয়ে ফোনটি স্মার্টফোন বাজারে ঝড় তুলবে আশা করাই যায়