লঞ্চ হল শাওমির নতুন স্মার্টফোন এমআই নোট 10

বাংলা হান্ট ডেস্ক : ফোনের দুনিয়ায় কার্যত সাড়া ফেলেছে শাওমি। বেশ কয়েকবছর ধরেই শাওমি কম দামে ভালো মানের স্মার্টফোন এনে চমক দিয়েছে দেশকে। শাওমির নতুন নতুন আপডেটেড মডেল ও দারুন ফিচার্স নিয়ে স্মার্টফোন নিয়ে এসে ফোন দুনিয়ায় আলোড়ন ফেলেছে। এবার আবারও উত্সবের মরশুমে অত্যান্ত আধুনিক প্রযুক্তিতে তৈরি স্মার্টফোন বাজারে নিয়ে হাজির হল শাওমি। বুধবার 108 মেগাপিক্সেলের পেন্টা ক্যামেরা সহ স্মার্টফোন নিয়ে এল শাওমি। যদিও দেশের মাটিতে নয়, তবে শাওমি যেভাবে পৃথিবী জুড়ে ব্যবসা করছে তাতে অবাক হওয়ার কিছু নেই। এবার স্পেনের মাদ্রিদে শাওমির এইআই নোট 10 লঞ্চ হল।Mi Note 10 10.0

মঙ্গলবারই চিনে এমআইএর সিসি9প্রো এসেছিল। এবার নোট 10। জানা গিয়েছে স্যামসাং-এর সঙ্গে হাত মিলিয়ে আইএসওসেল প্রযুক্তিতে তৈরি ক্যামেরা তৈরি করেছে এমআই নোট 10।

একঝলকে দেখে নেওয়া যাক ফোনের ফিচার্স-

  1. মি নোট 10 এর রাম 8 জিবি। এছাড়াও লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসর থাকছে। যেটি 730এসওসি মানের।
  2. এই ফোনটির স্ক্রিনের সাইজ 6.47 ইঞ্চি। এছাড়াও ডিসপ্লে কোয়ালিটি থাকবে এইচডি প্লাসের।
  3. ক্যামেরা- এই ফোনের সবথেকে আকর্ষণের জিনিস হল ক্যামেরা। প্রাইমারি সেন্সর 108, আল্ট্রা ওয়াইড সেন্সর থাকছে 20 মেগাপিক্সেল, জুম ক্যামেরা 12 মেগাপিক্সেল, এছাড়াও 8 মেগাপিক্সেল ক্যামেরাও থাকছে। তবে এখানেই শেষ নয়। অতিরিক্ত ম্যাক্রো ক্যামেরার সুযোগও দেবে এমআই।
  4. এমআইএর এই ফোনে ব্যাটারি ব্যাক আপও অসাধারাণ। পাশাপাশি ফাস্ট চার্জের সুবিধাও থাকবে।

তবে মার্দিদে লঞ্চ হলেও দেশের মাটিতে লঞ্চ হতে কিন্তু বেশি দেরি নেই। তাই যারা শাওমির সলেটেস্ট ফোন কিনবেন বলে ভাবছেন তাঁরা আর কিছুদিন অপেক্ষা করতেই পারেন।

সম্পর্কিত খবর