বিয়ের পরেও দু’বার ধাবায় গিয়ে নিকির লাশ দেখে এসেছিল সাহিল! চাঞ্চল্যকর খোলাসা খুনির

বাংলা হান্ট ডেস্ক : গত ৯ ফেব্রুয়ারি নিজের এনগেজমেন্ট পার্টিতে বন্ধুবান্ধবদের সঙ্গে চুটিয়ে নাচগান করে সাহিল গহলৌত। তারপর সেই এনগেজমেন্টের খবর চলে যায় তার লিভ ইন পার্টনার নিক্কি যাবদের (Nikky Yadav Murder Case) কাছে। এই নিয়েই শুরু হয়ে যায় ঝামেলা। তাতেই রাগ এতটাই মাথায় চড়ে যায় যে ডেটা কেবল নিক্কির গলায় জড়িয়ে তার শ্বাসরোধ করে সাহিল। পরদিনই বিয়ে করে সাহিল। এমনটাই দাবি করে পুলিসের।

লিভ ইন পার্টনারকে লুকিয়ে বিয়ের খবরেই মেজাজ হারায় নিক্কি। আর তাতেই এই খুন। এমনই মনে করছে পুলিস। কিন্তু খুনের পর দেহ লোপাট করতে গিয়ে বিপাকে পড়ে যায় সাহিল। এর পর বুদ্ধি খাটিয়ে নিজেদের পারিবারিক ধাবায় একটি ফ্রিজে নিক্কির দেহ ঢুকিয়ে দেয়। এরপর আবার পর দুবার দেখেও যায় দেহ ঠিক ভাবে আছে কিনা। নিক্কি যাদব নিখোঁজ হওয়ার পর পুলিস সাহিলকে খুঁজে বের করে। নিক্কি প্রতিবেশী জানান, নিখোঁজ হওয়া নিক্কির বাড়ি হরিয়ানার ঝজ্জর এলাকায়। ৯ ফেব্রুয়ারি তাঁর বাড়িতে ঢোকার সময় যে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, সেখানেই শেষবার তাঁকে জীবিত অবস্থায় দেখা যায় বলে পুলিসের অনুমান।

গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে ১৪ ফেব্রুয়ারি। সাহিলকে জেরা করে ওই দিনই তাদের ধাবা থেকে উদ্ধার করা হয় নিক্কির দেহ। বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলায় বিপাকে পড়ে সাহিল। সে পুলিসকে জানায় একবার সে নিক্কিকে নিয়ে গোয়ায় যাওয়ার পরিকল্পনা করে। পরে মত বদলে তাকে হিমাচলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে।

nikki 2

পুলিসকে সাহিল আরও জানায়, খুনের ঘটনার ১৫ দিন আগে সে নিক্কির উত্তমনগরের ঘরে গিয়েছিল। তবে ৯ ফেব্রুয়ারি তার এনগেজমেন্ট হয়ে যায়। এর পর সে নিক্কির বাড়িতে যায় ও তাঁর সঙ্গে রাতও কাটায়। এরপর তারা হিমচল যাওয়ার পরিকল্পনা করতে থাকে। কিন্তু সেই পরিকল্পানও ভেস্তে যায়। এরমধ্যেই নিক্কি সাহিলে এনগেজমেন্ট হওয়ার খবর পায়। শেষপর্যন্ত নিক্কিকে শ্বাসরোধ করে খুন করে সাহিল। এর পর দেহ নিজেদের পারিবারিক ধাবায় নিয়ে গিয়ে ফ্রিজারে ভরে দেয় সে।

নিক্কি ও সাহিল নিজামউদ্দিন রেল স্টেশনে গিয়েছিল। সেখান থেকে তাদের গোয়ার ট্রেনে ওঠার কথা ছিল। কিন্তু সাহিল টিকিট পায়নি। সেখান থেকে তারা যায় আনন্দ বিহারের আইএসবিটি বাস স্ট্যান্ডে। গোয়ার পর হিমাচলের বাস ধরতে সেখানে যায় তারা। কিন্তু সেখানেও কোনও বাস পায়নি তারা। ফেরার পথে তুমুল বচসা শুরু হয়, তখনই তার পেচিয়ে নিকিকে শ্বাসরোধ করে খুন করে সাহিল। বিয়ে না করে নিকির সঙ্গেই বেড়াতে যাবে বলে নিকিকে বুঝিয়ে দিয়েছিল সাহিল। কিন্তু তা শুধুই পরিকল্পনার অংশ কি না তা জানতে চায় পুলিস।

Sudipto

সম্পর্কিত খবর