বাংলাহান্ট ডেস্কঃ এলাকায় ঘুরছেন স্বয়ং মৃত্যুর দেবতা, বাড়ির বাইরে পা দিলেই আর নিস্তার নেই। তুলে নিয়ে যাওয়া হবে নরকে। মাইক হাতে সে কথা প্রচার করছেন স্বয়ং যমরাজ। না, অবাস্তব কোনো কল্পকাহিনির নয়, নয় যমালয়ের জীবন্ত মানুষের মত কোনো চলচ্চিত্রের স্ক্রিপ্ট। এরকম যমরাজ ঘুরে বেড়াচ্ছে উত্তরপ্রদেশের বাহরাইচের বাউন্ডি থানা এলাকায়।
বাহরাইচের বাউন্ডি থানার পুলিশকর্মী লবকুশ মিত্র কালো-সোনালি রঙের পোশাক, মাথায় একটা মুকুট আর মস্ত গোঁফ জুড়ে অবতীর্ণ হয়েছেন যমের ভূমিকায়। স্পষ্ট বক্তব্য, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে লকডাউন না মানলে তুলে নিয়ে যাওয়া হবে নরকে। তবে সেখানে গরম তেলে ভাজা হবে না, করা হবে লকডাউন। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বেরোতে পারবে মানুষ। জানা যাচ্ছে, পুলিশের এই বুদ্ধিতে নাকি কাজ দিয়েছে।
এর আগে, টুইট বার্তায় জয়পুর পুলিশ জানিয়েছে, যদি বিনা কারনে রাস্তায় বেরোন তাহলে একটি ঘরে বন্ধ করে মসকলি ২.০ গানটি বারবার শুনতে বাধ্য করা হবে। অনিয়ম রুখতে পুলিসের এই অভিনব প্রয়াসকে কুর্নিশ জানিয়েছে নেটজনতাই।
পাশাপাশি, কলকাতাতেও দেখা গিয়েছে পুলিশকর্মীরাই ‘বেলা বোস’ কিংবা ‘হাল্লা রাজার সেনা’র সুরে প্যারোডি গেয়ে মানুষকে সতর্ক করছেন।
প্রসঙ্গত, সারা বিশ্বে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতেও তার ভয়াল থাবা বসিয়েছে মারন ব্যাধি করোনা। গোটা দেশে করোনায় মোট আক্রান্তদের সংখ্যা ৭৪০০ পার করেছে। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৩৯ জন। এই মুহুর্তে গৃহবন্দী হয়ে থাকা ছাড়া উপায় নেই। সংক্রমণ এড়াতে ভালো করে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন। কেন্দ্র ও রাজ্যের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।