যমুনার গন্ধ ঢাকতে ৫০০ কিউসেক জল ছাড়ল উত্তরপ্রদেশের সেচ দফতর

আগামি ২৪শে ফেব্রুয়ারি ভারত সফরে আসতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । আর সেই নিয়ে প্রস্তুতি এখন তুঙ্গে । আহমেদাবাদ থেকে মোতেরা যাওয়ার পথে রাস্তার ধারে পাঁচিল তুলে বস্তি আড়াল করা হয়েছে।আবার তার পাশাপাশি , মোতেরায়া বস্তিবাসীদের মধ্যে ৪৫টি পরিবারকে দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিস।নোটিশে বলা হয়েছে, “আপনি এএমসি জমিটি অচেতন করেছেন।

আগামী সাত দিনের মধ্যে, আপনার সমস্ত জিনিসপত্র সহ এই জায়গাটি খালি করুন বা অন্যথায় এটি খালি করার জন্য বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনার যদি কোনও আবেদন জমা দিতে হয়, তবে আপনার ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩ টের মধ্যে তা জমা দিতে হবে”। আর এভাবে নিজের বাড়ি, বাসস্থান ছেড়ে যেতে হবে শুনে চিন্তিত সবাই । AY 25এভাবে কি করে বাড়ি ছেড়ে চলে যাওয়া সম্ভব সেই নিয়ে ঊঠেছে একাধিক প্রশ্ন।এ বিষয়ে বস্তিবাসী শৈলেশ বিলওয়া বলেছিলেন, “এএমসির কর্মকর্তারা গত সাত দিনে এখানে অনেকবার এসেছেন। আমরা খালি করতে প্রস্তুত কিন্তু আমাদের বিকল্প আবাসন দরকার ।আমাদের এখানে অনেক শিশু এবং মহিলা আছেন তারা কোথায় থাকবে । আমাদের যদি অন্য কোনও স্থান না দেওয়া হয় তবে আমরা বাধ্য হয়েই ফুটপাথে থাকতে হবে” ।

আর এবার রাজধানী ও আগ্রার দুর্গন্ধ ঢাকতে নতুন ব্যবস্থা নিল কেন্দ্র।দূষণ কমাতে এবার বুলন্দশহরের গঙ্গানগর থেকে ৫০০ কিউসেক জল ছাড়ল উত্তরপ্রদেশের সেচ দফতর । ইঞ্জিনিয়ার ধর্মেন্দ্র সিং ফোগত ২০ তারিখের মধ্যে ওই জল মথুরায় যমুনার সঙ্গে মিশবে আর এই জল ২১ তারিখ বিকেলে আগ্রায় পৌঁছে যাবে। পাশাপাসি দিল্লিতে বাতাসের পরিস্তিতি এতোটাই খারাপ যে এই কারনে জেরবার কেন্দ্রীয় সরকার।

সম্পর্কিত খবর