‘আমি ভারতে স্বাধীন’ উপত্যকা নিয়ে মিথ্যাচার! প্রতিবাদে ব্রিটিশ সংসদে গর্জে উঠলেন কাশ্মীরি সাংবাদিক

বাংলাহান্ট ডেস্ক : ইয়ানা মীর ইংল্যান্ডের সংসদে বললেন,  “আমি কোনও মালালা নই। ভারতে আমি স্বাধীন।” এই কাশ্মীরি সাংবাদিকের বক্তব্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইয়ানা মীরের এই দৃপ্ত বক্তব্য এখন সমাজ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে। ইয়ানা জম্মু ও কাশ্মীর নিয়ে অপপ্রচার বা ‘প্রোপাগান্ডা’র বিরুদ্ধে গর্জে উঠলেন।

ব্রিটেন সংসদে ডাইভারসিটি অ্যাম্বাসাডর অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে ইয়ানাকে। জম্মু-কাশ্মীরের একজন সমাজকর্মী ও সাংবাদিক ইয়ানা মীর। কাশ্মীরকে নিয়ে যে ‘প্রোপাগান্ডা’ চলছে তার বিরুদ্ধে ব্রিটেন সংসদে বক্তব্য রাখতে গিয়ে ইয়ানা বলেন, “আমি কোনও মালালা ইউসুফজাই নই। কারণ আমি আমার মাতৃভূমি কাশ্মীরে, যা কিনা ভারতের অবিচ্ছেদ্য অংশ, সেখানে নিরাপদ ও স্বাধীন।”

আরোও পড়ুন : আমিষে অরুচি! এবার কী কৃষ্ণের টানেই বিদায় জানাবেন অভিনয়কে? মুখ খুললেন ‘ফুলকি’ দিব্যানি

তিনি আরো বলেন, “আমি কখনও আমার মাতৃভূমি থেকে পালিয়ে এসে তোমার দেশে আশ্রয় চাইব না। আমি কখনওই একজন মালালা ইউসুফজাই হব না।” বলে রাখা ভালো পাকিস্তানের মালালা ইউসুফ বর্তমানে আশ্রয় নিয়েছেন ইংল্যান্ডে। মালালা কাশ্মীরকে ‘অত্যাচারিত’ বলে অবমাননা করেছেন ভারতকে, এমনটাই মনে করেন ইয়ানা।

 এই প্রসঙ্গে বলতে গিয়ে ইয়ানা বলেন, “সোশ্যাল মিডিয়া ও বিদেশি মিডিয়ার এই ধরনের টুলকিট সদস্যদের আমি কঠোর বিরোধিতা করছি। যাঁরা কখনওই ভারতের কাশ্মীরে আসেনি অথচ অত্যচারের ভুয়ো গল্প বানিয়ে চলেছে। ধর্মের ভিত্তিতে ভারতীয়দের মেরুকরণ বন্ধ করার জন্য আর্জি জানাচ্ছি। আমরা তোমাদের আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে দেব না।” বক্তব্য শেষ করার সময় তাঁর মন্তব্য, “আমাদের পিছু পিছু আসা বন্ধ কর ও আমার কাশ্মীরি ভাইবোনদের শান্তিতে থাকতে দাও।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর