বাংলাহান্ট ডেস্ক: জনপ্রিয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র অরণ্য ও পাখির হিট জুটি এখনো একই রকম জনপ্রিয় রয়েছে দর্শকদের কাছে। অরণ্য অর্থাৎ যশ দাশগুপ্ত (yash dasgupta) তো বেশ অনেকদিন আগেই বড়পর্দায় পা রেখেছেন। ফ্যানবেসও দেখার মতো যশের। ব্যক্তিগত জীবনে নুসরত জাহানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে বিতর্কের শিরোনামেও রয়েছেন তিনি।
অপরদিকে ছোটপর্দা ছেড়ে মধুমিতা সরকারও (madhumita sarkar) পদার্পণ করেছেন সেলুলয়েডের দুনিয়ায়। অর্জুন চক্রবর্তীর বিপরীতে ‘লভ আজ কাল পরশু’ ছবিতে অভিষেক করেছেন তিনি। পরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। এবার বড়পর্দায় সেই পুরনো অরণ্য পাখি জুটির ম্যাজিক ফের দেখার জন্য উৎসুক হয়ে উঠেছেন অনুরাগীরা। তাদের ইচ্ছাপূরণও হতে চলেছে খুব শীঘ্রই।
তবে কোনো সিনেমা নয়। জানা যাচ্ছে একটি মিউজিক ভিডিওতে ফের একসঙ্গে দেখা যাবে ‘যশমিতা’ জুটিকে। ‘অভিযোগ’ ও ‘অভিমান’ খ্যাত বাংলাদেশি গায়ক তনভীর ইভান গাইবেন গানটি। সঙ্গীত পরিচালনায় থাকবেন বাবা যাদব। প্রযোজনায় ভেঙ্কটেশ ফিল্মস। খবর ছড়াতেই নেটপাড়ায় উত্তেজনা চোখে পড়ার মতো। বোঝেনা সে বোঝেনার পর দীর্ঘ ৫ বছর পরে ফের একসঙ্গে দেখা যেতে চলেছে যশ ও মধুমিতাকে।
দীর্ঘদিন একসঙ্গে স্ক্রিন শেয়ার না করলেও একটি বিষয়ে বেশ মিল রয়েছে যশ ও মধুমিতার। দুজনেই এই মুহূর্তে ব্যক্তিগত জীবনে বিতর্ক নিয়ে সংবাদ শিরোনামে রয়েছেন। যশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিখিল নুসরতের সংসারে ফাটল ধরানোর। অপরদিকে এই একই অভিযোগ মধুমিতার বিরুদ্ধে। তাঁর জন্যই অভিনেতা সৌরভ দাস অনিন্দিতাকে বসুকে ছেড়ে তাঁর দিকে ঝুঁকেছেন।
সৌরভ ও মধুমিতা একত্রে ‘চিনি’ ছবিতে অভিনয় করেছেন। টলিপাড়ায় গুঞ্জন ওই ছবির শুটিংয়ের সময়েই দুজনের রিল রসায়ন রিয়েল সম্পর্কে পরিণতি পেতে শুরু করে। সম্প্রতি শোনা গিয়েছিল, অনিন্দিতার মুম্বই থাকার সুযোগ নিয়েই একসঙ্গে সময় কাটান তাঁরা। এবারেও লকডাউনের আগে পার্টি করেছেন নাকি দুজনে।
এবার ফের কিছু ছবি প্রকাশ্যে এসেছে যেখানে দুজনের ‘গোপন’ সম্পর্কের আরো কিছু প্রমাণ মিলেছে। শোনা গিয়েছিল, ‘চিনি’র পরে একত্রে পাহাড় ঘুরেও এসেছিলেন সৌরভ মধুমিতা। এবার সেই ভ্যাকেশনেরই কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উত্তর বঙ্গের কোনো এক হোম স্টে তে ঘুরতে গিয়েছিলেন দুজনে। সেখানকারই কিছু ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মধুমিতা সৌরভ দুজনেই।