করোনা আবহেও একসঙ্গে চুটিয়ে পার্টি যশ নুসরতের! ছবি ভাইরাল হতেই নিন্দার ঝড়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নুসরত জাহান (nusrat jahan) ও যশ দাশগুপ্তের (yash dasgupta) সম্পর্ক নিয়ে গুঞ্জন যেন থেমেও থামতে চাইছে না। সোশ‍্যাল মিডিয়ায় এখন বেশ বুক ফুলিয়েই একে অপরকে ক্রেডিট দিয়ে ছবি শেয়ার করছেন দুজন। এমনকি দুই তারকার ছবি পোস্ট করার সময়ও প্রায় একই। কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল একত্রে পাহাড়ে ঘুরতে গিয়েছেন যশ নুসরত।

এবার ফের সংবাদ শিরোনামে উঠে এল ‘যশরত’ জুটি। সোশ‍্যাল মিডিয়ায় দুটি ছবির দৌলতে এবার চর্চার কেন্দ্রে চলে এসেছেন দুই তারকা। অতি সম্প্রতি এক জনপ্রিয় প্রসাধন প্রস্তুতকারী সংস্থার মালিক রাজকুমার গুপ্তা যশ ও নুসরতের সঙ্গে পার্টি করার দুটি ছবি শেয়ার করেছেন। ছবিতে তাঁর সঙ্গে আলাদা আলাদা ফ্রেমে বন্দি হয়েছেন যশ ও নুসরত। তবে তা যে একই পার্টির ছবি তা বেশ বোঝা গিয়েছে।


আর এরপরেই শুরু হয়েছে গুঞ্জন। করোনা আবহের মধ‍্যে একসঙ্গে পার্টি করছেন যশরত, এমনি গুঞ্জন শোনা যাচ্ছে নেটপাড়ায়। যশ নুসরতের ফ‍্যানপেজ থেকেও শেয়ার করা হয়েছে ছবিগুলি।

https://www.instagram.com/p/CPGOqqBBVLD/?utm_medium=copy_link

সম্প্রতি পাহাড়ে ভ‍্যাকেশনের একটি পুরনো ছবি শেয়ার করেন যশ। সঙ্গে ফটোগ্রাফারের কৃতিত্ব দেন নুসরতকে। ছবিতে দেখা যাচ্ছে খাদের ধারে একটি গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন যশ। অপরদিকে গিটার হাতে নিয়ে ক‍্যামেরার জন‍্য পোজ দিয়েছেন নুসরত। তিনিও ফটোগ্রাফার হিসাবে নাম দিয়েছেন যশের। তবে চুপিচুপি এই ট‍্যুরটা দুজন করলেন কবে তা জানাননি কেউই।

গত বছরের শেষ থেকেই নুসরত নিখিলের সাংসারিক বিচ্ছেদ নিয়ে কানাঘুঁষো শোনা যাচ্ছিল। নুসরত নাকি যশ দাশগুপ্তর প্রেমে পড়েছেন। দুজনের কেউই সরাসরি একথা স্বীকার না করলেও হাবেভাবে বোঝা যাচ্ছিল অন‍্য কিছু। একত্রে রাজস্থান ট্রিপ, রিসর্টে সময় কাটানোর গুঞ্জন থেকে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়া এবং নুসরতের ছবির প্রিমিয়ারে সবার সামনে দিয়েই অভিনেত্রীর পাশে হেঁটে যশের প্রবেশ, সবই নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছিল।

সম্পর্কিত খবর

X