বাংলাহান্ট ডেস্ক : টলিপাড়ায় কান পাতলেই কোনো না কোনো তারকা জুটির বিচ্ছেদের খবর শোনা যায়। তবে ইদানিং ইন্ডাস্ট্রি সরগরম হয়ে রয়েছে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের (Nusrat Jahan) বিচ্ছেদের গুঞ্জন নিয়ে। জল্পনা বলছে, টলিপাড়ার এই জনপ্রিয় জুটির সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে। আর এই জল্পনায় আরো ইন্ধন জুগিয়েছে নুসরতের (Nusrat Jahan) ইনস্টাগ্রাম স্টোরি, যেখানে মন খারাপের আভাস স্পষ্ট।
যশ নুসরতের বিচ্ছেদ জল্পনা তুঙ্গে
যশ, নুসরত (Nusrat Jahan) দুজনেই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। জীবনের বিভিন্ন বিষয় নিয়েও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিতে দেখা গিয়েছে তাঁদের এর আগেও। এবার নুসরতের (Nusrat Jahan) ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল জীবনদর্শন মূলক পোস্ট। ভগবদ্গীতার শ্লোক উল্লেখ করেন একটি পোস্ট শেয়ার করেছেন তিনি যা মুক্তির আস্বাদের কথা বলে।
অভিনেত্রীর পোস্ট ভাইরাল: নুসরতের শেয়ার করা পোস্টে লেখা, ‘সর্বধর্মানপরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ’। এর বাংলা অর্থ হল, ‘সব ধর্ম পরিত্যাগ করে শুধুমাত্র ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো’। সেই সঙ্গে আরো লেখা আছে, ‘যা কিছু নিয়ন্ত্রণের বাইরে সেখানে সমর্পণ করো। এতে জীবনে শান্তি এবং স্বাধীনতা আসবে’। অভিনেত্রীর এহেন ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখনই জানা যায়, ইনস্টাগ্রামে আর পরস্পরকে ‘ফলো’ও করছেন না যশ নুসরত (Nusrat Jahan)।
আরো পড়ুন : কোথাও বন্যা, কোথাও শুকিয়ে মরার দশা! ভারত জল চুক্তি স্থগিত করায় দিশেহারা পাকিস্তানের নালিশ রাষ্ট্রসংঘে
কী জানালেন যশ: এ বিষয়ে অবশ্য অভিনেতাকে প্রশ্ন করা হলে তিনি বিচ্ছেদের জল্পনা নিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, সবটাই গুজব। নুসরতের (Nusrat Jahan) সঙ্গে তাঁর কোনো সমস্যাই হয়নি। সোশ্যাল মিডিয়ায় কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে তাঁর প্রোফাইল থেকে নুসরতকে ফলো করা যাচ্ছে না। তাঁর সোশ্যাল মিডিয়া টিম বিষয়টি দেখছেন বলে জানান যশ। সেই সঙ্গে মজার ছলে তিনি বলেছেন, নুসরতের (Nusrat Jahan) অ্যাকাউন্ট কেন ফলো করা যাচ্ছে না তা জানতে হলে মার্ক জুকারবার্গকে জিজ্ঞাসা করতে হবে।
আরো পড়ুন :পরেশের সিদ্ধান্তে চোখে জল অক্ষয়ের, দায়ের ২৫ কোটি টাকার মামলা! অনিশ্চিত ‘হেরা ফেরি ৩’র ভবিষ্যৎ
যশ নুসরতের একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবিগুলি বরাবরই নজর কাড়ে। এবারে তাঁরা দুজনেই আলাদা আলাদা ঘুরতে গিয়েছেন। তবে বিচ্ছেদের জল্পনা বাড়তে পরস্পরের ঘুরতে যাওয়ার ছবিতে লাইক করতে দেখা গিয়েছে তাঁদের।