সম্প্রতি যোগ দিয়েছেন বিজেপিতে, কলকাতায় ফিরতেই অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ যশের

বাংলাহান্ট ডেস্ক: অতি সম্প্রতি বিজেপিতে (bjp) যোগ দিয়েছেন যশ দাশগুপ্ত (yash dasgupta)। তুমুল জল্পনা কল্পনার পর গত বুধবার বিজেপির এক সাংবাদিক বৈঠকে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তিনি। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (amit shah) সঙ্গে দেখা হয়নি যশের। তাই গতকাল নামখানায় সভার পর কলকাতা ফিরতেই আজ অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন যশ।

বুধবার কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়ের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন যশ। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, বিজেপি দেশের যুবদের উপর ভরসা করেছে। যুবরাই আনতে পারে পরিবর্তন। রাজনীতি মানেই খারাপ নয়। সমাজে বিভিন্ন ছোট ছোট স্তরেও কিন্তু রাজনীতি বর্তমান। তবে রাজনীতির আসল মানে পরিবর্তন।

PTI02 17 2021 000183B 1613632648924 scaled
সেদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন না অমিত শাহ। পরদিন নামখানার সভায় তৃণমূল থেকে বেরিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন টলিউডের আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ‍্যায়। সম্ভবত যশের সঙ্গে মঞ্চ ও লাইমলাইট শেয়ার করবেন না বলেই এমন সিদ্ধান্ত তাঁর। নামখানার সভায় দেখা মেলেনি যশেরও। তাই অমিত শাহ কলকাতায় ফিরতেই তাঁর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেন যশ দাশগুপ্ত।

অপরদিকে রাজনীতির জগতে বন্ধু তথা সতীর্থ যশকে স্বাগত জানিয়ে টুইট করেন তৃণমূল সাংসদ দেব। টুইট করে দেব লেখেন, ‘ভাই রাজনীতির জগতে স্বাগত। তুমি কোন পার্টির আদর্শে বিশ্বাস করো তাতে কিছু যায় আসে না কিন্তু আমার শুভেচ্ছা সবসময় তোমার সঙ্গে আছে।’ পালটা ধন‍্যবাদ জানিয়ে যশ লেখেন, ‘অনেক ধন‍্যবাদ বন্ধু। আমার আদর্শ মেলে না তাতে কি হয়েছে, আমাদের লক্ষ‍্য একটাই আর তা হল মানুষের জন‍্য কাজ করা।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর