সৌরভের সামনেই ঢলাঢলি! পরের বছর কাকে আনবেন? ‘দাদাগিরি’তে যশ-নুসরতকে খোঁচা নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নিত‍্যনতুন চমক দিতে ভোলে না ‘দাদাগিরি’ (Dadagiri)। চলতি সিজনও তার ব‍্যতিক্রম নয়। তবে এবারে সাধারণ প্রতিযোগীদের থেকে তারকাদের পর্ব বেশি হয়েছে। এমনি একটি পর্ব হতে চলেছে যেখানে তারকা জুটিদের দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের সঙ্গে দাদাগিরি খেলতে। আর এই পর্বেই বিশেষ আকর্ষণ হতে চলেছেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ও নুসরত জাহান (Nusrat)।

যশ নুসরতের প্রেম সংসার এখন আর লুকোছাপা করার মতো বিষয় নেই। সোশ‍্যাল মিডিয়াতেও আগে যে ঢাকঢাক গুরগুর ব‍্যাপারটা ছিল, তাঁরা নিজেরাই সেটা বন্ধ করে দিয়েছেন। দিব‍্যি একে অপরের সঙ্গে ছবি, ভিডিও শেয়ার করেন। নুসরতের ইউটিউব টক শো তেও এসেছেন যশ। তবে একসঙ্গে সংসার শুরু করার পর কোনো রিয়েলিটি শোতে আসা এই প্রথম।


মেরুন ও সোনালি পাড়ের সাদা শাড়ি পরে এসেছিলেন নুসরত। সঙ্গে বড় কানের দুল আর খোলা চুল। পাশে নীল বন্ধগলাতে যশ। ভাইরাল হওয়া প্রোমোতে পাশাপাশি দাঁড়িয়ে প্রায়ই যশের গায়ে ঢলে পড়তে দেখা গেল নুসরতকে। সৌরভ জিজ্ঞাসা করেন, কে কার বেশি খেয়াল রাখে?


সঙ্গে সঙ্গে একে অপরের দিকে আঙুল দেখান দুজনে। উত্তর দেখে সৌরভ বলে ওঠেন, এটা বেশ ভাল উত্তর। পর্বে প্রতিযোগী হিসাবে থাকছেন বাবুল সুপ্রিয় ও স্ত্রী রচনা এবং মিউজিক‍্যাল জুটি জয় সরকার ও লোপামুদ্রা মিত্রও। বাবুল ‘হাম তুম’ গান ধরতেই যশের বুকে মাথা রাখেন নুসরত।


কমেন্ট বক্সে কটাক্ষ করতে ছাড়েননি নেটনাগরিকরা। যশের কেরিয়ারের শুরুর দিকের সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’র প্রসঙ্গ তুলে একজন লিখেছেন, ‘কে জানত আমাদের অরণ‍্য একদিন এত বাজে হয়ে যাবে?’ আরেকজন লিখেছেন, ‘আদিখ‍্যেতা দেখে বাঁচিনা বাপু!’ একজন কটাক্ষ করেছেন, ‘এখন এত ভালবাসা, কদিন পর আবার দেখব ডিভোর্স। তখন বলবে কখনো বিয়েই হয়নি। এসব ভুলভাল লোকদের না এনে সাধারণ মানুষদের নিয়ে আসুন।’

https://youtu.be/7uEO693NgKI

এর আগে নুসরতের ইউটিউব টক শো তে নিজেদের প্রেম কাহিনি শুরু হওয়ার গল্প বলেছিলেন তাঁরা। বিচ্ছেদ হওয়ার দিনই যশের কথায় পালিয়ে যান অভিনেত্রী। তারপরেই শুরু হয় তাঁদের নতুন সফর। এখন ছেলে ঈশানকে সঙ্গে স্বপ্নের সংসার সাজিয়েছেন যশরত।

X