‘এক নয় বছরের ছেলে রয়েছে আমার’, দ্বিতীয়বার বাবা হওয়ার আনন্দে বড় ছেলেকে নিয়ে প্রথম মুখ খুললেন যশ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বহু প্রতীক্ষিত প্রশ্নের জবাব মিলেছে বুধবার রাতেই। প্রকাশ‍্যে এসেছে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের (nusrat jahan) পুত্রসন্তানের বাবার নাম। কলকাতা পুরসভার ওয়েবসাইটে ঈশানের জন্মনথির তথ‍্য অনুযায়ী তার বাবার নাম দেবাশিস দাশগুপ্ত অর্থাৎ যশ দাশগুপ্ত (yash dasgupta)। প্রেগনেন্সির পুরো সময়টাই নুসরতের সঙ্গেই ছিলেন যশ। এমনকি সন্তান ডেলিভারির সময়ে, সদ‍্যোজাতকে নিয়ে বাড়িও এসেছেন অভিনেতা। তাই নুসরতের মন্তব‍্য ‘বাবা জানে বাবা কে’ নিয়ে আর কোনো ধোঁয়াশা রইল না।

নুসরতের সন্তানের পিতৃপরিচয় প্রকাশ‍্যে আসার কয়েক ঘন্টা আগেই আরেক বিষ্ফোরণ ঘটিয়েছিলেন যশের প্রাক্তন স্ত্রী শ্বেতা সিং কালহানস। মুম্বই নিবাসী শ্বেতা জানিয়েছিলেন যশ ও তাঁর এক নয় বছরের ছেলে রয়েছে। যশের সঙ্গেই থাকে সে। এতদিন বড় ছেলের ব‍্যাপারে কোনো কথাই কখনো বলতে শোনা যায়নি অভিনেতাকে। কিন্তু দ্বিতীয় বার বাবা হয়েছেন তিনি। সেই আনন্দে প্রথম বার বড় ছেলেকে নিয়ে বলতে শোনা গেল তাঁকে।


আগামী ছবি ‘চিনে বাদাম’ এর শুটিংয়ের ফাঁকে সংবাদ মাধ‍্যমের সঙ্গে মুখোমুখি হন যশ। কাজের মধ‍্যেও এখন তো ছোট্ট ঈশান এসে গিয়েছে যশের জীবনে। সময় কেমন কাটছে খুদেকে নিয়ে? উত্তরে যশ জানালেন, কিছুটা সময় ঈশান নিয়ে নিয়েছে অবশ‍্যই। তবে তাতে তাঁর সুবিধাই হয়েছে। ছোট্ট ঈশান যশের ‘স্ট্রেস বাস্টার’। মন খারাপ থাকলে সেই মন ভাল করে দেয়।

এরপরেই অভিনেতাকে জিজ্ঞাসা করা হয় এই কদিনে কতটা পরিবর্তন হয়েছে ঈশানের? উত্তরে একগাল হেসে অভিনেতা বলেন, “খুব ছোট ও। সবে ১৫ দিন বয়স হল। এত তাড়াতাড়ি কিচ্ছু পরিবর্তন আসে না, বিশ্বাস করুন। আমার ছেলে আছে যার ইতিমধ‍্যেই ৯ বছর বয়স হয়ে গিয়েছে। এত তাড়াতাড়ি কিচ্ছু পরিবর্তন আসে না। এটা সংবাদ মাধ‍্যমের বাড়াবাড়ি।”


অভিনেতার প্রাক্তন স্ত্রী শ্বেতা জানিয়েছিলেন, তাঁর কাছে যশের পরিচয় শুধু তাঁর সন্তানের বাবা হিসেবে। বিবাহ বিচ্ছেদের সময়ে সন্তানের যৌথ দায়িত্ব নিয়েছিলেন তাঁরা। কিন্তু ছেলে যশের কাছেই কলকাতাতে থাকে। বড় ছেলের কথা এই প্রথম প্রকাশ‍্যে আনলেন যশ‍। কিন্তু তার কোনো ছবি বা নাম এখনো জানা যায়নি।

X