বাংলাহান্ট ডেস্ক: বুধবার সকাল সকাল টলিপাড়ায় খবর রটে গিয়েছিল সন্তানের জন্ম দিতে চলেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)। বুধবার সকালেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন যশ দাশগুপ্তও (yash dasgupta)। গুঞ্জন তুঙ্গে উঠতেই বিষয়টা নিয়ে মুখ খুললেন অভিনেতা।
নুসরত নাকি এখনো ভর্তি হননি হাসপাতালে। বাড়িতেই রয়েছেন তিনি। সকালে তাঁর হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে যে খবর ছড়িয়েছিল তা সত্যি নয়, এমনটাই দাবি করলেন যশ। এখন যা খবর শোনা যাচ্ছে, বুধবার রাত ১০ টা নাগাদ শহরের এক।বেসরকারি হাসপাতালে ভর্তি হবেন নুসরত। সম্ভবত বৃহস্পতিবারই তাঁর কোল আলো করে আসবে সদ্যোজাত।
এর আগে নিখিল জৈন দাবি করেছিলেন যে, সেপ্টেম্বরে জন্ম নেবে অভিনেত্রীর প্রথম সন্তান। কিন্তু বেশ কিছুদিন আগে ইন্ডাস্ট্রির অভ্যন্তরে খবর ছড়ায় চলতি মাসের শেষে বা সেপ্টেম্বরের প্রথম দিকেই নুসরতের পরিবারে আসবে প্রথম সন্তান।
নুসরত নাকি তাঁর চিকিৎসকের কাছে অনুরোধ করেছিলেন সন্তান জন্মের সময় যশ যেন তাঁর পাশে উপস্থিত থাকতে পারেন। সেই মতো যশকে সঙ্গে নিয়েই হাসপাতালে গিয়েছেন নুসরত। কিন্তু অভিনেতা সে সময় তাঁর পাশে উপস্থিত থাকতে পারবেন কিনা তা জানা যায়নি।
গত বছরের শেষ থেকেই যশের সঙ্গে নুসরতের এক বিশেষ সম্পর্ক গড়ে ওঠার গুঞ্জন শোনা যাচ্ছিল। পাশাপাশি নিখিলের সঙ্গে সংসার ভাঙার গুঞ্জনও তীব্র হয়। তাঁরা আলাদা আলাদা থাকছিলেন বলে শোনা গিয়েছিল। এরপরেই নুসরতের সন্তানসম্ভবা হওয়ার খবর ছড়িয়ে পড়ে দাবানলের মতো। নিখিল তখন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এ সন্তান তাঁর নয়। কিন্তু নুসরত এখনো পর্যন্ত তাঁর ভাবী সন্তানের পিতৃপরিচয় ফাঁস করেননি।