সম্পর্কে তৃতীয় ব‍্যক্তি আসলেই সমস‍্যা শুরু হয়, নুসরতের শোতে এসে বিষ্ফোরক যশ! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বছর শেষে বড়সড় বোমা ফেলতে চলেছেন নুসরত জাহান (nusrat jahan)। সম্প্রতি সঞ্চালক হয়ে ইউটিউবে হয়ে ডেবিউ করেছেন তিনি। ভালবাসা নিয়ে বোল্ড আলোচনার জন‍্য শুরু করেছেন নতুন শো ‘ইশক উইথ নুসরত, ভালবাসায় বোল্ড’। এতদিন তাঁর শোতে অতিথি হয়ে এসেছেন মদন মিত্র, ঋতাভরী চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তীরা। নিজেকে অতিথির আসনে বসিয়েও দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন নুসরত।

কিন্তু যে পর্বের জন‍্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সেই পর্বের ঝলক এবার প্রকাশ‍্যে আনলেন নুসরত। এবার তাঁর শোতে অতিথি হয়ে আসছেন ‘স্বামী’ যশ দাশগুপ্ত (yash dasgupta)। দর্শকদের সঙ্গে অভিনেতার পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার একমাত্র পছন্দ’। তারপরেই শুরু হয় একের পর এক বিষ্ফোরক মন্তব‍্য।

nushrat
‘স্ত্রী’র দিকে তাকিয়ে যশ প্রশ্ন করেন, “আচ্ছা এটা কী হল? তুমি বললে আমরা পালিয়ে যাই। তাই আমরা পালিয়ে গিয়েছিলাম।” সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে নুসরত বলেন, যশই তো তাঁকে বলেছিলেন পালিয়ে যাওয়ার কথা। এরপর নুসরতের কোনো একটি কথার উত্তরে যশের বক্তব‍্য, কারোর যদি নিজের স্ত্রীর জন‍্য বাড়ি ফিরতে ইচ্ছা না হয় সে ফিরবে না। অন‍্য কোথাও যাবে।

যশের কথা শুনে হেসে ওঠেন নুসরত। তবে এই কটাক্ষটা তিনি কার উদ্দেশে করেছেন তা এই টিজার থেকে স্পষ্ট নয়। এদিন অভিনেতা আরো বলেন, তিনি বুঝেছেন যে সম্পর্কে দুজন মানুষের মধ‍্যে তৃতীয় ব‍্যক্তি আসলেই যত সমস‍্যা শুরু হয়। উত্তরে নুসরত বলেন, “আমাদের ব‍্যাপারে কিছু ভাল ভাল বল”। সঙ্গে সঙ্গে যশের দাবি, “আমাদের ব‍্যাপারে অন‍্যরা ভাল বলে না আমি কীকরে বলব?” নুসরত অবশ‍্য স্বীকার করেই নিলেন, “আমি তোমার প্রেমে পড়লাম। আর বাকিটা ইতিহাস।”

https://www.instagram.com/tv/CX_pcfHsTTj/?utm_medium=copy_link

টিজার ভিডিওটি শেয়ার করে নুসরত ইঙ্গিত দিয়েছেন, এই পর্বে এমন অনেক কিছুই প্রকাশ‍্যে আসবে যার হয়তো দরকার ছিল না। বছর শেষের ঠিক আগে ২৯ ডিসেম্বর দেখা যাবে যশ নুসরতের এই বিশেষ এপিসোড।

Niranjana Nag

সম্পর্কিত খবর