নুসরতের দৌলতেই ভাগ‍্য বদল! বলিউডে ডেবিউয়ের আগেই বড় দাঁও মারলেন যশ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিপাড়ার অরণ‍্য এখন বলিউডে পাড়ি জমিয়েছেন। টি সিরিজের জনপ্রিয় ছবি ‘ইয়ারিয়া’র সিক‍্যুয়েল ‘ইয়ারিয়া ২’ (Yaariyan 2) এর হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। টলিউডে পরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের পর এবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে পাখির চোখ করে এগোচ্ছেন যশ। আর খবর সত‍্যি হলে, মুম্বইয়ে বেশ লক্ষ্মীলাভই হতে চলেছে নুসরত-পতির।

এই মুহূর্তে ইয়ারিয়া ২ এর শুটিংয়ের জন‍্য মুম্বইতেই রয়েছেন যশ। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে টি সিরিজের মালিক ভূষণ কুমার পত্নি দিব‍্যা খোসলা কুমারকে। উল্লেখ‍্য, তিনি ইয়ারিয়ার প্রথম ছবিটির পরিচালিকাও ছিলেন। এবারে তিনি নিজেই নেমে পড়েছেন অভিনয়ে।


এখনো পর্যন্ত ইয়ারিয়া ২ এর পোস্টারও প্রকাশ‍্যে আসেনি। তার আগেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে, বলিউডের অন‍্যতম বড় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের একটি ছবিতেও নাকি দেখা যেতে পারে যশকে। টলিউডে অভিনয়ের জন‍্য বিশেষ প্রশংসিত না হলেও বলিউডে নাকি ইতিমধ‍্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন যশ।

ইয়ারিয়া ২ এর ঘোষনার ভিডিওটি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। শিলমোহর দিয়েছেন বলিউড সফর সূচনার খবরে। তবে যশরাজ ফিল্মসের সঙ্গে যুক্ত হওয়ার ব‍্যাপারে কোনো মন্তব‍্য এখনো পর্যন্ত করেননি যশ।

বাংলা ইন্ডাস্ট্রিতেও কিন্তু থেমে নেই তিনি। টলিপাড়ার অন্দরে গুঞ্জন, এসকে মুভিজের হয়ে দুটো ছবিতে কাজ করবেন যশ। তারই মধ‍্যে একটি ছবিতে নাকি দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। শোনা যাচ্ছে, রবীন নাম্বিয়ার পরিচালিত ছবিটিতে এক প্রবাসী বাঙালির চরিত্রে দেখা যাবে যশকে।

তাঁর সঙ্গে আলাপ হবে দিতিপ্রিয়া ও তাঁর স্বামীর। দুজনের মধ‍্যে কীভাবে প্রেমের গল্প জমাট বাঁধবে বা আদৌ এমন কিছু হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। পাশাপাশি ‘তোকে ছাড়া বাঁচব না’ নামে একটি ছবিতেও অভিনয় করেছেন যশ। তাঁর বিপরীতে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার।

সম্পর্কিত খবর

X