বাংলাহান্ট ডেস্ক: টাকা দিয়ে তারকা কিনেছে বিজেপি (bjp), নির্বাচনের আগে ভাগে এমনি বিষ্ফোরক দাবি করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। ৭ কোটি টাকা দিয়ে নাকি এক তারকাকে কিনেছে বিজেপি, সম্প্রতি শ্রীলেখার এমন ফেসবুক পোস্টে চাঞ্চল্য ছড়ায় নেটমাধ্যমে।
এবার তাঁর বক্তব্যের পালটা দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত (yash dasgupta)। তুমুল জল্পনা কল্পনার পর গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। চণ্ডীতলা থেকে বিজেপির হয়ে প্রার্থীও হয়েছেন যশ। এবার শ্রীলেখার এই অভিযোগের ভিত্তিতে মুখ খুললেন অভিনেতা।
যশ বলেন, মিডিয়ার সামনে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে রাজি আছেন তিনি। যদি প্রমাণ পাওয়া যায় তবে তিনি আর কখনো এখানে আসবেন না। কিন্তু যারা অভিযোগ করেছে তাদের নিজেদের ব্যাঙ্কের তথ্য মিডিয়ার সামনে দেখানোর সাহস আছে তো? প্রশ্ন করেছেন যশ। তিনি আরো বলেন, “কেস করার দরকার নেই। সামনে এসে বলুক। তাদের পার্টি হয়তো এভাবে রাজনীতি করে, কিন্তু আমাদের পার্টি করে না।”
সম্প্রতি বিজেপি সম্পর্কে সরাসরি বিষ্ফোরক দাবি করেন শ্রীলেখা। সাত কোটি টাকা দিয়ে নাকি এক তারকাকে কিনেছে গেরুয়া শিবির। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমনি পোস্ট করেন শ্রীলেখা। আর পোস্ট করা মাত্রই শুরু বিতর্ক। কোন তারকাকে কিনেছে? কমেন্টে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রী তথা বিজেপির যুবনেত্রী রিমঝিম মিত্র (rimjhim mitra)।
রিমঝিম লেখেন, তিনি জানেন না তাই জিজ্ঞাসা করছেন। শ্রীলেখা তাঁর দিদির মতো। তবে প্রমাণ ছাড়া এমন সরাসরি অভিযোগ করলে অসুবিধা হতে পারে। দল আইনি ব্যবস্থা নেবে এমন কথাও হুমকির সুরে জানিয়ে দিয়েছেন রিমঝিম। অপরদিকে শ্রীলেখার বক্তব্য, প্রমাণ নিয়েই তিনি নামটা বলবেন। তবে তিনি এটাও বলতে ছাড়েননি, ‘যাক জেলে পাঠাক। জেলেই তো পাঠাবে, কিনতে তো পারেনি আমায় কি করবে বল?’
তবে এই পোস্টের পরেও থামেননি শ্রীলেখা। একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, দুজন মহিলা ৭০০ টাকার বিনিময়ে বিজেপিকে ভোট দিতে বলছেন। এর আগেই শ্রীলেখা জানিয়েছিলেন, তাঁকে টোপ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা শোনার প্রয়োজনও বোধ করেননি বলে জানান অভিনেত্রী। মতাদর্শ তিনি বদলাবেন না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন শ্রীলেখা।