বাংলাহান্ট ডেস্ক: গত এক বছর ধরে টলিউডে গসিপের যোগান দিয়ে চলেছেন নুসরত জাহান (nusrat jahan) ও যশ দাশগুপ্ত (yash dasgupta)। ইন্ডাস্ট্রির এই জুটির হাঁড়ির খবর জানার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন নেটিজেনরা। বিশেষত যশই ছেলে ঈশানের বাবা, একথা নুসরতের স্বীকার করার পরেই কৌতূহল আরো বেড়েছে নেটিজেনদের।
নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার সময় থেকেই নাকি অভিনেত্রীর বাড়িতে বেশিরভাগ সময়টা কাটাতেন যশ। আর এখন সদ্যোজাতকে সময় দেওয়ার জন্য তো থাকতেই হয় অভিনেতাকে। নিজের মুখেই তিনি স্বীকার করেছেন তাঁর বেশিরভাগ সময়টাই এখন ঈশানের পেছনেই চলে যায়। সন্তানের মুখ এখনো না দেখালেও যশ নুসরত যে একসঙ্গেই রয়েছেন তার প্রমাণ রয়েছে তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই।
তাই সম্প্রতি যশের একটি পোস্ট দেখে ধন্দে পড়েছেন নেটিজেনরা। রাতের বিছানায় নুসরতের বদলে অন্য নারী যাওয়া আসা করছে অভিনেতার চিন্তায়? আসলে একটি অ্যানিমেটেড ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন যশ। সেখানে দেখা যাচ্ছে পাশাপাশি বিছানায় শুয়ে দুই নারী পুরুষ। মেয়েটি ভাবছে, অন্য কোনো মহিলার চিন্তায় মশগুল ছেলেটি। এদিকে ছেলেটির মাথায় ঘুরছে শরীরচর্চার কথা। এটা সত্যি ঘটনা বলে জানিয়েছেন যশ। আসলে মজা করেই ছবিটি শেয়ার করেছেন অভিনেতা।
প্রথমে লুকোছাপা করলেও মা হওয়ার দু সপ্তাহ পরেই আনুষ্ঠানিক ভাবে ছেলের পিতৃপরিচয় প্রকাশ করেন নুসরত। যশের সঙ্গে নতুন জীবনটা দারুন উপভোগ করছেন অভিনেত্রী। বেশিরভাগ সময়টাই ছেলেকে সামলাতেই কেটে যাচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।
গত রবিবার ঈশানের এক মাসের জন্মদিন উপলক্ষে বিশেষ থিম কেক কেটে উদযাপন করেন যশ নুসরত। খুদের জন্য আনা হয়েছিল নীল রঙের একটি সুন্দর কেক। উপরে সাজানো টেডি বিয়ার, বল, মেঘ, তারা, চাঁদ ইত্যাদি দিয়ে। ঈশানের জন্মের আগেও নীল ও গোলাপি রঙের কেক কেটে বেবি শাওয়ার হয়েছিল নুসরতের।