রহস্যময়ীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন যশ, নুসরত পর্বের ইতি?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের প্রেমিক যুগলদের লিস্টি বানাতে বসলে যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং নুসরত জাহানের (Nusrat Jahan) নাম থাকবে না তা হতে পারে না। বহু বিতর্ক পেরিয়ে এক হয়েছেন দুজনে। প্রথম বিয়ে থাকাকালীনই সহ অভিনেতা যশের প্রেমে পড়েন অভিনেত্রী। তাঁদের ছোট্ট সংসার আলো করে আসে ঈশান। অনেকেই কটাক্ষ করেছিলেন, নিখিল জৈনের মতো যশের সঙ্গেও সম্পর্কটা বেশিদিন টেকার নয়। কিন্তু নিন্দুকদের বারবার ভুল প্রমাণ করেছেন ‘যশরত’।

তবে অভিনেতার সাম্প্রতিক পোস্টেই চমক অপেক্ষা করেছিল নেটিজেনদের জন্য। নুসরতকে ছেড়ে অন্য এক মহিলার সঙ্গে সময় কাটাতে দেখা গেল যশকে। এক অচেনা নারীর সঙ্গে ডেটে গিয়েছিলেন অভিনেতা। কিন্তু মাঝপথেই ভেস্তে যায় সে ডেট। খাবার টেবিলের উপরে জলের গ্লাস উলটে দেওয়ায় বিরক্ত হয়ে বিদায় নেয় সেই মেয়ে। ব্যস, মুখ বেজার যশের।

yash dasgupta
আসলে সবটাই সাজানো, পরিকল্পিত। এক নামী অনলাইন শপিং সাইটের হয়ে বিজ্ঞাপনী ভিডিওতে অভিনয় করেছেন যশ। ডেট বিগড়ে যাওয়ার পরেই দেখা যায় ওই শপিং সাইটের স্টাইলিশ পোশাকে সেজে পোজ দিচ্ছেন অভিনেতা। তখন তাঁর মুড ফুরফুরে। বিজ্ঞাপনী ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন যশ।

প্রসঙ্গত, এক ছবির শুটিংয়ের সময়ে হঠাৎ করেই একে অপরের প্রেমে পড়ে যান যশ নুসরত। এদিকে অভিনেত্রী তখন নিখিলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। তাতে অবশ্য দুজনের প্রেমে ব্যাঘাত ঘটেনি। সমাজের কলঙ্ক মাথায় নিতে হবে জেনেও সম্পর্ক চালিয়ে গিয়েছিলেন যশ নুসরত।

এদিকে নিখিলের সঙ্গে সম্পর্কে অবনতি হয় অভিনেত্রীর। আলাদা থাকতে শুরু করেন তাঁরা। নুসরতের এক টক শোতে অতিথি হয়ে এসে যশ জানিয়েছিলেন, তিনি ব্রেকআপ করতে এসেছিলেন অভিনেত্রীর সঙ্গে। যশ জানিয়েছিলেন, তাঁদের ব্রেকআপ হওয়ার কথা ছিল। সেই মতো নুসরতের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলেন তিনি।

কিন্তু সেদিন আলাদা হতে পারেননি ‘যশরত’। অভিনেত্রী নীচে নেমে আসতেই হঠাৎ তাঁদের বিচ্ছেদের পরিকল্পনা ভেস্তে যায়। দুজনেই ঠিক করেন, পালাবেন। বাকিটা সকলেরই জানা। সোশ্যাল মিডিয়ায় একত্রে ছবি না দিলেও সবাই জেনে গিয়েছিলেন, প্রেম করছেন যশ নুসরত। উপরন্তু অভিনেত্রীর মা হতে চলার খবরও ছড়িয়ে পড়েছিল। কিন্তু সমস্ত সমালোচনার উর্দ্ধে উঠে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিলেন যশ নুসরত।

সম্পর্কিত খবর

X