পেছন থেকে ধোঁয়া, শ‍্যাম্পু করা চুল ওড়ানো হবে না! পরিচালকের সঙ্গে মতের অমিল হওয়ায় ছবি থেকে সরলেন যশ

বাংলাহান্ট ডেস্ক: ছবি মুক্তি পেতে বাকি আর মাত্র পাঁচ দিন। ট্রেলারও প্রকাশ‍্যে এসে গিয়েছে। মোক্ষম সময়ে ছবি থেকে সরে দাঁড়ালেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। পরিচালক শিলাদিত‍্য মৌলিকের আসন্ন ছবি ‘চিনেবাদাম’ থেকে সরে দাঁড়িয়েছেন যশ। সোশ‍্যাল মিডিয়ায় নিজেই এ কথা জানিয়ে বিশেষ ঘোষনা করেছেন অভিনেতা।

অনেকদিন ধরেই চলছিল চিনেবাদামের শুটিং। গত মে মাসে ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। অবশেষে আগামী ১০ জুন চিনেবাদাম মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। তার ঠিক পাঁচ দিন আগেই বড় বাধার মুখে ছবি। সরে দাঁড়ালেন খোদ নায়ক যশ।

1200px Yash Dasgupta Profile picture
টুইটে তিনি লিখেছেন, ‘প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেনমেন্ট, পরিচালক শিলাদিত‍্য মৌলিকের সঙ্গে মতের অমিল হওয়ার কারণে চিনেবাদাম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ছবিটির সঙ্গে আর কোনো রকম ভাবেই আমি যুক্ত থাকতে চাই না। তবে ছবির শুটিংয়ের সময়ে এবং পোস্ট প্রোডাকশনের সময়ে আমি নিজের সর্বস্ব দিয়েছি। তাই চাইনা যে সেটা নষ্ট হোক। নির্মাতাদের শুভ কামনা জানাই।’

সঙ্গে তিনি আরো জানিয়েছেন, যদি পরিস্থিতি তেমন হয় তবে তিনি সরে দাঁড়ানোর কারণটাও জানাবেন। ছেড়ে কথা বলেননি পরিচালকও। তাঁর স্পষ্ট কথা, তিনি কেমন ধরনের ছবি বানান সেটা যশ আগে থেকেই জানতেন। সব জেনেশুনে সই কেন করেছিলেন তাহলে? শুটিংয়ের সময়ে বললেন দারুন কাজ হয়েছে। এদিকে ট্রেলার দেখে মুখ বেঁকানো! কেন?

এরপরেই বিষ্ফোরক পরিচালক শিলাদিত‍্য মৌলিক। সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ঝাঁ চকচকে লোক নেননি বলে প্রথম থেকেই নাকি একটু নাক সিঁটকানি ভাব ছিল যশের। এখনো তিনি চান শ‍্যাম্পু করা চুল উড়বে, পেছন থেকে ধোঁয়া উড়বে!

কিন্তু পরিচালক এমন ছবি বানানো পছন্দ করেন না, সেটা যশ আগে থেকেই জানতেন। শিলাদিত‍্যর কথায়, “কালো ছেলেকে কেন আমি সিনে নাচ করাব তা নিয়ে যদি কারোর আপত্তি থাকে তাহলে আমার কিছু বলার নেই।”

উল্লেখ‍্য, চিনেবাদাম ছবিতে এনা সাহার বিপরীতে দেখা মিলত যশের। পরবর্তীতে নুসরত জাহানের সঙ্গে যশকে পর্দায় আনতেন শিলাদিত‍্য মৌলিক। এমতাবস্থায় পরিচালক বলেন, প্রযোজক এনার পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন তিনি। পাশাপাশি আলোচনার মাধ‍্যমেও সবটা ঠিক করতে চান পরিচালক।


Niranjana Nag

সম্পর্কিত খবর