‘কেজিএফ ২’ থেকেই সাফল‍্যের চূড়ায়, ‘ব্রহ্মাস্ত্র ২’ এবং মহাভারত নিয়ে তৈরি ছবি দিয়ে বলিউড ডেবিউ যশের!

বাংলাহান্ট ডেস্ক: যশ (Yash), ‘কেজিএফ’ এবং ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’ এর পর এই নামটার সঙ্গে পরিচিত হননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। শুধু কন্নড় ইন্ডাস্ট্রিতে নয়, গোটা ভারতে ছড়িয়ে পড়েছে যশের খ‍্যাতি। প‍্যান ইন্ডিয়া স্টারদের তালিকায় নতুন যুক্ত হয়েছে তাঁর নাম। পরপর দুটো ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে রাতারাতি সমস্ত লাইমলাইট নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন যশ।

কেজিএফ মুক্তি পাওয়ার পর যে উন্মাদনা তৈরি হয়েছিল তা যে ছবিটির সিক‍্যুয়েলে ছাপিয়ে যাবে সে সম্ভাবনা ছিলই। কার্যক্ষেত্রে ঘটেছিলও তাই। কেজিএফ ২ এতটাই হিট হয়েছিল যে গোটা বিশ্বে ব‍্যবসার নিরিখে তেলুগু ব্লকবাস্টার ‘আর আর আর’ কেও ছাপিয়ে গিয়েছিল। যশের ‘সোয়‍্যাগ’ এর প্রেমে পড়েছিলেন সকলেই।

Yash KGF2 080121 1200 DN 1
কিন্তু কেজিএফ ২ এর পর আর কোনো প্রোজেক্টের কথা ঘোষনা করেননি তিনি। কিন্তু অনুরাগীরা যে যশকে নতুন ছবিতে দেখার জন‍্য উতলা হয়ে রয়েছেন। তাদের প্রত‍্যাশা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়ে খবর ছড়িয়েছে, দু দুটো বিগ বাজেট বলিউড ছবির প্রস্তাব নাকি দেওয়া হয়েছে যশকে।

মহাভারতের উপরে নির্ভর করে তৈরি একটি ছবি এবং ব্রহ্মাস্ত্রর দ্বিতীয় অংশের জন‍্য নাকি প্রস্তাব এসেছে যশের কাছে। অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ‍্যমের কাছে ফাঁস করেছে এ খব‍র। সূত্রের দাবি, যশ ভাল এবং বড় কোনো সুযোগের অপেক্ষায় রয়েছেন, যেটা কেজিএফ ২ এর সমান হতে পারবে।

অভিনেতা নিজেও খুব ভাল ভাবে জানেন, তাঁর দর্শকরা তাঁর কাছ থেকে কী প্রত‍্যাশা করে। সেই প্রত‍্যাশা পূরণ করার জন‍্য রয়েসয়ে এগোচ্ছেন যশ। এরপরেই অভিনেতার ওই ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, কেজিএফ ২ এর পর এক্সেল সংস্থা আবারো যশের সঙ্গে কাজ করার জন‍্য ইচ্ছা প্রকাশ করেছে। রাকেশ ওমপ্রকাশ মেহরার আসন্ন ছবি ‘কর্ণ’, যেটি মহাভারত মহাকাব‍্যের উপরে নির্ভর করে তৈরি হতে চলেছে, তার সঙ্গে যুক্ত হয়েছে এক্সেল।

পরিচালক এবং প্রযোজনা সংস্থা দু পক্ষই নাকি ছবির মু্খ‍্য চরিত্রে চান যশকে। এছাড়াও ব্রহ্মাস্ত্র পার্ট ২, যে ছবি নিয়ে এখন থেকেই চর্চা তুঙ্গে, সেই ছবির মুখ‍্য চরিত্র ‘দেব’ এর ভূমিকায় অভিনয় করার জন‍্যও নাকি প্রস্তাব দেওয়া হয়েছে কন্নড় অভিনেতাকে। উল্লেখ‍্য, সবটাই এখনো রয়েছে জল্পনার পর্যায়ে। বিষয়টা নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন যশ।

Niranjana Nag

সম্পর্কিত খবর