বাংলাহান্ট ডেস্ক: ভূস্বর্গ কাশ্মীর! উপত্যকার সৌন্দর্য প্রেমে পড়তে বাধ্য করবে যে কাউকে। আর যশ (yash dasgupta) নুসরত (nusrat jahan) তো সবে সবে ‘বিয়ে’তে স্বীকৃতি দিয়েছেন। প্রেম ধীরে ধীরে ডানা মেলছে। এমন সময়ে কাশ্মীরের বরফে মোড়া প্রকৃতি যেন দু হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছে নব দম্পতিকে। ভূস্বর্গে গিয়ে নতুন করে প্রেমে পড়েছেন যশরত।
পৌঁছে ইস্তক প্রকৃতির টুকটাক ছবি, ভিডিও শেয়ার করছিলেন নুসরত। নিজের একটি ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার যশের চোখ দিয়ে নিজেকে দেখলেন অভিনেত্রী। বা বলা ভাল, যশের ক্যামেরা লেন্সের চোখ দিয়ে। থেকে থেকে তুষারপাতে ঢেকে যাচ্ছে কাশ্মীর উপত্যকা। বরফ বৃষ্টির মাঝেই ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন নুসরত।
চুলে তাঁর তখনো লাগানো ক্লিপ। বোঝা যাচ্ছে, তুষারপাত দেখে সাজগোজের মাঝেই ছুটে বেরিয়ে গিয়েছেন অভিনেত্রী। গায়ে মোটা নীল জ্যাকেট, হাতে গ্লাভস পরে ছাতা নিয়ে লেন্সের সামনে পোজ দিলেন নুসরত, ছবি তুললেন যশ। আদুরে ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, ‘চুম্বন যদি তুষারকণা হয়, আমি তোমাকে তুষারঝড় পাঠাবো’। সঙ্গে যশের নামের আগে ‘প্রিয়তম’।
https://www.instagram.com/p/CVg6FmEPcSy/?utm_medium=copy_link
পালটা যশও শেয়ার করেছেন নুসরতের তোলা ছবি। হলুদ সোয়েটার, নীল ডেনিমে সেজেছেন তিনি। মুখে একগাল হাসি। নুসরতকে ছবির কৃতিত্ব দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আজকের জন্য আমার হাসিটা পরেছি’। এখানেই শেষ নয়। আরো একটি রোম্যান্টিক ভিডিও শেয়ার করেছেন নুসরত। লেকের জলে নৌকায় ভাসতে ভাসতে যশের হাত আঁকড়ে ধরেছেন তিনি। নেপথ্যে বাজছে ‘মেরে হাত মে তেরা হাত হো’। সব মিলিয়ে কাশ্মীরে জমজমাট যশরত রোম্যান্স।
https://www.instagram.com/p/CVheHF5hN9w/?utm_medium=copy_link
https://www.instagram.com/reel/CVhflTDDkzc/?utm_medium=copy_link
একরত্তি ছেলেকে কলকাতায় রেখেই কাশ্মীর ঘুরতে চলে গিয়েছেন যশ নুসরত। যশের আগামী ছবি ‘চিনে বাদাম’ এর একটি গানের শুটিংয়ের জন্যই ভূস্বর্গ পাড়ি ছবির টিমের। সেই সঙ্গে শোনা যাচ্ছে চিনে বাদাম ছবির নায়িকা এনা সাহার প্রযোজনা সংস্থার তরফে একটি মিউজিক ভিডিওরও শুট হতে চলেছে কাশ্মীরে। সেই ভিডিওর নায়িকা নাকি নুসরত। তাই কাজের সঙ্গে সঙ্গে টুক করে হানিমুনটাও সেরে ফেলছেন দুজনে।