রণবীরের হাত ছাড়লেন রানির প্রযোজক স্বামী! নেপথ্যের কারণ জানলে চমকে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে বলিউডের (Bollywood) সুপারস্টার হয়ে উঠেছেন তিনি। সিনেপ্রেমীদের তিনি উপহার দিয়েছেন একাধিক হিট ছবি। নানান রকম চরিত্রে অভিনয়ের জন্য বারবার নিজেকে গড়েছেন এবং ভেঙেছেন রণবীর সিং (Ranveer Singh)। তবে বর্তমানে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এই অভিনেতার।

সদ্য বক্স অফিসে মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত দুটি ছবি। দুটোই সুপার ফ্লপ। বর্তমানে করণ জোহারের পরিচালনায় আলিয়া ভাট এর বিপরীতে ‘রকি অ্যার রানি কি প্রেম কাহিনী’ ছবির কাজ করছেন তিনি। তবে বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে অন্য গুঞ্জন।

Ranveer Singh

সূত্রের খবর, খুব শীঘ্রই নাকি আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থা আর কাজ করবে না রণবীর সিং এর সঙ্গে। যদিও একটা সময় যশরাজের ব্যানারেই বলিউডে পা রেখেছিলেন রণবীর। ‘ব্যান্ড বাজা বরাত’, ‘লেডিস ভার্সেস রিকি বহেল’, ‘গুন্ডে’, ‘জয়েস ভাই জোরদার’, ‘কিল দিল’, ‘বেফিকরে’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন যশরাজ ফিল্মস এবং রণবীর সিং। যদিও বক্স অফিসে একটা ছবিও আনতে পারেনি সাফল্য। আর সে কারণেই হয়তো এবার রণবীর কাপুরের হাত ছাড়ছে আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থা।

Ranveer Singh

সূত্র মারফত জানা যাচ্ছে, বর্তমানে স্পাই ইউনিভার্সকে বেশি জোর দিচ্ছে যশ রাজ ফিল্মস। এই ধরনের সিনেমা তৈরির জন্য প্রয়োজন অত্যাধিক মনোযোগ। তবে নতুন সিনেমা তৈরি কিংবা সিরিজ তৈরি মোটেই বন্ধ করছে না এই প্রযোজনা সংস্থা। সম্প্রতি জানা গেছে, বাণী কাপুরের সঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করতে চলেছে আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থা।

Ranveer Singh

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে ভাঙ্গন ধরতে চলেছে রণবীর-দীপিকার সম্পর্কে। বেশ কিছু ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ার প্রকাশ্যে আসার পরেই এই গুঞ্জন শুরু হয়েছে। যদিও এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ এই তারকা জুটি।

additiya

সম্পর্কিত খবর