বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র একটা দিন। তারপর আরম্ভ হয়ে যাবে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। অনেক ভেবেচিন্তে এই টুর্নামেন্টের জন্য ভারতীয় দল (Indian Cricket Team) বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নির্বাচিত নির্বাচকরা। খুব স্বাভাবিকভাবেই প্রতিভাবান বা ফর্মে থাকা কিছু ক্রিকেটার সুযোগ পাননি যারা হয়তো ভারতীয় দলকে ভালো সার্ভিস দিতে পারতেন। এদের মধ্যে দুজন হলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং রিঙ্কু সিং (Rinku Singh)।
বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো তাদের জায়গা দিতে পারেনি বিসিসিআই। কারণ তাদের আন্তর্জাতিক ওডিআই খেলার কোনও অভিজ্ঞতা নেই বলতে গেলে। কিন্তু জাতীয় দলের হয়ে অন্যান্য ফরম্যাটে দুজনেই আপাতত নিজেদের এই সংক্ষিপ্ত কেরিয়ারে দুর্দান্ত প্রতিভার পরিচয় দিয়েছেন। পাশাপাশি রয়েছে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলের পারফরম্যান্স।
তবে বিসিসিআই তাদের বিশ্বকাপের দলের সুযোগ দিতে না পারলেও এশিয়ান গেমসের জন্য চীনের মাটিতে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছিলেন। আজ এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালে নেপালের বিরুদ্ধে ম্যাচে তারা দুজনেই জ্বলে উঠলেন ব্যাট হাতে। নেপালের বিরুদ্ধে ভারত যে ২০২ রান তুলেছে তার অনেকটাই এসেছে তাদের দুজনের ব্যাট থেকে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে ৫ ক্রিকেটারকে দল থেকে ছেঁটে ফেললো BCCI! শেষ পরীক্ষা করবেন দ্রাবিড়
এশিয়ান গেমসে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্বে থাকার রুতুরাজ গায়কোয়াড টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি নিজে ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি। তবে এশিয়ান গেমসের মঞ্চ মাতিয়ে দিয়েছেন তার সঙ্গে ওপেনিং করতে নামা যশস্বী। ৪৯ বলে আটটি চার এবং সাতটি ছক্কা সহ ১০০ রানের ঝকঝকে ইনিংস খেলে তিনি আউট হন।
বাকি ভারতীয় ব্যাটাররা খুবই নিষ্প্রভ ছিলেন। নেপালের বিরুদ্ধে ভারতের স্কোর ২০০ রানের গণ্ডি টপকাতে পারতো না যদি রিঙ্কু সিং না থাকতেন। ১৫ বলে দুটি চার এবং চারটি ছক্কা সহ ৩৭ রানের একটি অসাধারণ ক্যামিও খেলে ভারতকে তিনি ২০২ রানের স্কোর অবধি নিয়ে যান। এই বিশ্বকাপে না হলেও ভবিষ্যতে বলা ভালো আগামী বছর আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা দুজন যে দলের সুযোগ পাওয়ার জন্য ফেভারিট তা নিয়ে কোনও সন্দেহ নেই।