বাংলা হান্ট ডেস্ক: রঞ্জি ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে মুম্বাইকে তার পরবর্তী ম্যাচ খেলতে হবে। এই ম্যাচটি মুম্বাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। এর কারণ হল মুম্বাইকে শেষ ম্যাচে জম্মু ও কাশ্মীরের কাছে হারের সম্মুখীন হতে হয়। এমতাবস্থায় এই ম্যাচ জেতা মুম্বাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে এই ম্যাচের জন্য মুম্বাই তাদের দল ঘোষণা করেছে। আশ্চর্যের বিষয় হল, ভারতের হয়ে খেলা একাধিক অভিজ্ঞ খেলোয়াড় এবার ওই দলে জায়গা পাননি। এদিকে, রোহিত শর্মা (Rohit Sharma) থেকে শুরু করে যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ারের মতো তারকা খেলোয়াড়রা মুম্বাইয়ের হয়ে শেষ ম্যাচে খেলেছিলেন।
দলে নেই রোহিত (Rohit Sharma) এবং যশস্বী:
যদিও, তাঁরা খেললেও ওই দলকে হারের মুখে পড়তে হয়েছে। বড় ইনিংস খেলতে ব্যর্থ হন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বছর পর রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের কাছে হেরেছে অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দল। আগের ম্যাচে সবার চোখ ছিল রোহিত শর্মার (Rohit Sharma) দিকে যিনি অনেক দিন পর রঞ্জিতে খেলতে নামলেও নজর কাড়তে পারেননি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজের জন্য এখন প্রস্তুতি নেবেন রোহিত শর্মা: জানিয়ে রাখি যে, মেঘালয়ের বিরুদ্ধে খেলার আগে মুম্বাই যে দল ঘোষণা করেছে তাতে রোহিত শর্মা (Rohit Sharma) সহ একাধিক খেলোয়াড় সুযোগ পাননি। শিবম দুবে এখন ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের অংশ তাই, তাঁকে অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়াও মুম্বাইয়ের স্কোয়াডে জায়গা পাননি শ্রেয়স আইয়ারও।
আরও পড়ুন: ক্রমশ হয়ে উঠছে অপ্রতিরোধ্য! ভারতের “ডিফেন্স পাওয়ার” দেখে চক্ষু চড়কগাছ এই দেশের
এই প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, BCCI একটি সূত্র জানিয়েছে, “রোহিত শর্মা (Rohit Sharma), যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ার আগামী ১ ফেব্রুয়ারি মুম্বাইতে সম্পন্ন হতে চলা যাওয়া BCCI-এর নমন বার্ষিক পুরস্কারে যোগ দিতে পারেন। তার পরের দিন অর্থাৎ ২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজের আগে নাগপুরে টিম ইন্ডিয়ার ক্যাম্পে অংশ নিতে হবে তাঁদের।”
আরও পড়ুন: এবার গোটা বিশ্বকে চমকে দিলেন স্মৃতি মান্ধানা! ৭ বছর পর ফের তৈরি করলেন ইতিহাস
জানিয়ে রাখি যে, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টি ম্যাচের ODI সিরিজ খেলবে। সম্ভবত এই কারণেই রোহিত শর্মাকে আর রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে না।