বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ১৭১ এবং বিরাট কোহলির (Virat Kohli) ৭৬ রানের ইনিংসের ওপর ভর করে ভারতীয় দল (Indian Cricket Team) ৪২১ রান তুলে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) যখন ইনিংস ডিক্লেয়ারের সিদ্ধান্ত নেন, তখন সকল ভারতীয় ক্রিকেটপ্রেমের মাথাতেই একটা আশঙ্কা ঘুরছিল। আর গতকাল অর্থাৎ ডমিনিকা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হলো। ব্যাট হাতে ৫০ ওভারের বেশি টিকতে পারল না ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩০ রানে অলআউট হয়ে ভারতকে ইনিংস ও ১৪১ রানের ব্যবধান একটি বড় জয় উপহার দিল দুর্বল ক্যারিবিয়ান শিবির। এই দলটাই যে এককালে ক্রিকেট বিশ্বকে শাসন করতো তা যেন তারা নিজেরাই ভুলে গিয়েছেন। এখন তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতেই ব্যর্থ। টেস্ট ফরম্যাটেও তাদের পারফরম্যান্স হতশ্রী।
কাল রবি অশ্বিনের ঘূর্ণির সামনে অসহায় ভাবে আত্মসমর্পণ করেন ক্যারিবিয়ান ব্যাটাররা। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও দলের হয়ে সর্বোচ্চ রান করেন লোকাল বয় ও এই টেস্টে অভিষেককারী আথিনাজে (২৮)। কিন্তু তাদের দলের কেউই কাল ৩০ রানের গন্ডি অতিক্রম করতে পারেনি। ২ ইনিংসেই তরুণ ভারতীয় ওপেনের যশস্বী জয়সওয়ালের ব্যক্তিগত স্কোর টপকাতে ব্যর্থ হয় তারা।
প্রথম ইনিংসে ফাইফার নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও কার্যত একক দক্ষতার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংকে ধ্বংস করে দেন অশ্বিন। ইনিংসে ৭ উইকেট নিয়ে ও ম্যাচে ১২ উইকেট নিয়ে তিনি ছুঁয়ে ফেললেন অনিল কুম্বলে। এতদিন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক ম্যাচে সবচেয়ে বেশিবার ১০ উইকেট নেওয়ার রেকর্ড কুম্বলের (৮) নামেই ছিল। অনেক কম ম্যাচ খেলেই তাকে ছুঁয়ে ফেললেন অশ্বিন।
ম্যাচের সেরা হওয়ার পর যশস্বী রোহিত শর্মাকে ধন্যবাদ দিয়েছেন এবং জানিয়েছেন ব্যাটিং করার সময় তিনি তাকে ক্রমাগত পরামর্শ দিয়ে গেছেন। তবে তিনি আগেই বলেছিলেন এটা শুধুমাত্র আরম্ভ এখানেই তিনি থেমে থাকতে চান না। ভবিষ্যতে নিজেকে আরও বড় জায়গায় দেখতে চান বলে জানিয়েছেন যশস্বী।