বেঙ্গালুরু টেস্টে ইতিহাস তৈরি করার পথে যশস্বী! প্রথম ভারতীয় হিসেবে গড়তে পারেন দুর্ধর্ষ নজির

বাংলা হান্ট ডেস্ক: ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি আগামী বুধবার অর্থাৎ ১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হবে। এই ম্যাচে সবার নজর থাকবে ভারতের তারকা ওপেনার ব্যাটার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) দিকে। কারণ, এই ম্যাচে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে যশস্বী জয়সওয়ালের কাছে। এই মুহূর্তে দারুণ ফর্মে আছেন যশস্বী। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি।

যশস্বী (Yashasvi Jaiswal) এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ভারতীয় হতে পারেন:

জানিয়ে রাখি যে, চলতি বছরে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ৯২৯ রান করেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এমন পরিস্থিতিতে, তিনি যদি প্রথম ম্যাচে আর ৭১ রান করেন সেক্ষেত্রে এই তারকা ব্যাটার ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে ১,০০০ রান করা প্রথম ভারতীয় হয়ে উঠবেন। চলতি বছরে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শুভমান গিল। তিনি ৮ টি টেস্ট ম্যাচে ১৫ টি ইনিংসে ৫০.৯২ গড়ে ৬৬২ রান করেছেন।

২০২৪ সালে টেস্টে মাত্র একজন ব্যাটার ১,০০০ রান করেছেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৪ সালে শুধুমাত্র একজন ব্যাটার টেস্ট ক্রিকেটে ১,০০০-এর বেশি রান করেছেন। তিনি হলেন ইংল্যান্ডের জো রুট। চলতি বছরে রুট দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি ১২ টি টেস্ট ম্যাচের ২১ টি ইনিংসে ৬৫.৬৮ গড়ে ১,২৪৮ রান করেছেন। এই বছর তিনি ৫ টি সেঞ্চুরি ও ৪ টি হাফ-সেঞ্চুরিও করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার তরুণ ব্যাটার কামিন্দু মেন্ডিস। তিনি ৯৪৩ রান করেছেন।

২০২৪ সালে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটার:
১. জো রুট (ইংল্যান্ড)- ১,২৪৮
২. কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা)- ৯৪৩
৩. যশস্বী জয়সওয়াল (ভারত)- ৯২৯
৪. বেন ডকেট (ইংল্যান্ড)- ৭৯১
৫. অলি পোপ (ইংল্যান্ড)- ৭৪৫

আরও পড়ুন: এবারে হবে প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নপূরণ! AI নিয়ে বিরাট ঘোষণা করলেন আকাশ আম্বানি

প্রথম টেস্ট ম্যাচে ভারতের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে: প্রথম টেস্টে সবার নজর থাকবে সরফরাজ খানের দিকেও। সম্প্রতি ইরানি ট্রফিতে ডাবল সেঞ্চুরি করেছিলেন সরফরাজ। এমন পরিস্থিতিতে কেএল রাহুলের পরিবর্তে তাঁকে দলে নেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: অবিলম্বে ভারত ছাড়ুন….ট্রুডোর কারণেই একইসাথে কানাডার ৬ কূটনীতিককে বহিষ্কার করল দিল্লি

প্রথম টেস্টের জন্য ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর