যে দল পরিচিতি দিল, সেই দলই এবার ছাড়তে চাইছেন জয়সওয়াল! সামনে এল কারণ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: অত্যন্ত অল্প সময়ের মধ্যেই ভারতীয় দলে নিয়মিত জায়গা করে নিচ্ছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তাঁর মতো একজন খেলোয়াড় দলে থাকলে ওই দলের জেতার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। কিন্তু, এবার নিজের অতি পরিচিত দল ছাড়ার অনুমতি চেয়েছেন এই তারকা ব্যাটার। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে কিছুটা অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি।

বড় সিদ্ধান্ত জয়সওয়ালের (Yashasvi Jaiswal):

মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) মুম্বাই রঞ্জি দল ছাড়তে চান। যার জন্য তিনি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে এনওসি চেয়েছেন। এর পেছনে ব্যক্তিগত কারণ রয়েছে বলে জানিয়েছেন যশস্বী।

Yashasvi Jaiswal recent update.

জয়সওয়াল কোন দলের হয়ে খেলবেন: রিপোর্ট অনুযায়ী, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) মুম্বাই ছেড়ে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী রঞ্জি মরশুমে তিনি গোয়ার হয়ে খেলতে চান। জানিয়ে রাখি যে, পৃথ্বী শ’-এর আগে মুম্বইয়ের বহু ক্রিকেটার গোয়ায় খেলতে গিয়েছেন। এর মধ্যে একটি জনপ্রিয় নাম হল অর্জুন তেন্ডুলকার। যিনি আগে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলতেন কিন্তু এখন তিনি গত ৩ টি মরশুম ধরে গোয়ার হয়ে রঞ্জি ট্রফি খেলছেন। এখন যশস্বী জয়সওয়ালও এই দলের অংশ হতে চান। যশস্বী জয়সওয়াল গোয়ার অধিনায়ক হতে পারেন বলে খবর।যদিও এটি এখনও নিশ্চিত করা হয়নি। তবে, এটা নিশ্চিত যে যশস্বী জয়সওয়াল এনওসির জন্য মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ইমেল করেছেন।

আরও পড়ুন: IPL চলাকালীন বিরাট চমক সারা তেন্ডুলকারের! হয়ে গেলেন এই ফ্র্যাঞ্চাইজির মালকিন

২০১৯ সালে মুম্বাইয়ের হয়ে অভিষেক: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ২০১৯ সালে মুম্বাইয়ের হয়ে অভিষেক করেছিলেন। তিনি ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম ম্যাচ খেলেন। ওই ম্যাচে বিশেষ কিছু করতে না পারলেও পরে জয়সওয়াল অনেক রান করেন। এই বাঁহাতি ব্যাটার ৩৬ টি প্রথম শ্রেণির ম্যাচে ৬০-এর বেশি এভারেজে ৩,৭১২ রান করেছেন। জয়সওয়াল ১৩ টি সেঞ্চুরি এবং ১২ টি হাফ-সেঞ্চুরিও করেছেন। জানিয়ে রাখি যে, মুম্বাই দল যশস্বী জয়সওয়ালকে প্রথম সুযোগ দিয়েছিল। সেখান থেকেই তিনি রীতিমতো তারকা হয়ে উঠেন। মুম্বাই ওই খেলোয়াড়কে পুরোপুরি সমর্থন করেছিল। তাকে টপ অর্ডারে জায়গাও দেওয়া হয়। কিন্তু, এখন জয়সওয়াল ওই দল ছেড়ে চলে যেতে চাইছেন।

আরও পড়ুন: রাঁধুনি, ড্রাইভার, কেয়ারটেকার, পড়শি….প্রত্যেকের জন্য লক্ষ লক্ষ টাকা রেখে গেছেন রতন টাটা, মিলল তথ্য

IPL-এ ব্যর্থ: প্রসঙ্গত উল্লেখ্য যে, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) বর্তমানে IPL-এ খেলছেন। রাজস্থান রয়্যালসের এই ওপেনার ৩ টি ম্যাচেই ব্যর্থ হয়েছেন। হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র এক রান করেন এই খেলোয়াড়। এদিকে, জয়সওয়াল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৯ রান করেন এবং চেন্নাইয়ের বিরুদ্ধে করেন মাত্র ৪ রান।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X