অভিষেক টেস্ট ম্যাচেই দুরন্ত যশস্বী! দুরন্ত রোহিত-জয়সওয়াল জুটিতে চালকের আসনে ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল তিনি যেভাবে ব্যাটিং করেছিলেন তারপর সকলেই যেন নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (West Indies vs India) টেস্টের দ্বিতীয় দিনেই যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) নিজের জাতীয় দলে অভিষেকটা স্মরণীয় করে রাখবেন। আর সেই প্রত্যাশা পূরণ করে দুর্দান্ত পূল শটে ক্যারিবিয়ান পেসার আলঝারী জোসেফকে বাউন্ডারিতে পাঠিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতরান তুলে নিয়েছেন তরুণ বাঁ-হাতি ওপেনার।

নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর তার মুখে ছিল একটা প্রশান্তির হাসি। গতকাল থেকেই তার এবং রোহিত শর্মার পার্টনারশিপে তিনি ছিলেন বেশি আগ্রাসী। এমনিতে ধীর স্থির গতিতে ব্যাটিং করলেও নিজের ইচ্ছা অনুযায়ী বাউন্ডারি খুঁজে নিচ্ছিলেন এই তরুণ ভারতীয় ওপেনার।

এর আগে মাত্র ১৬ জন ভারতীয় ক্রিকেটের নিজের আন্তর্জাতিক টেস্ট অভিষেকের দিন শতরানের দেখা পেয়েছেন। শেষবার এমন কীর্তি করেছিলেন শ্রেয়স আইয়ার, যিনি এখন চোটের জন্য ভারতীয় দলের বাইরে। যশস্বীর সামনে সুযোগ থাকছে ১৭ তম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়ার।

jaiswal

তবে আজ তিনি একাই নন। অর্ধশতরানের দেখা পেয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। এটি ছিল টেস্ট ফরম্যাটে তার ১৫ তম হাফ-সেঞ্চুরি। গতকাল যশস্বী কিছুটা আগ্রাসী ছিলেন এবং তিনি আজ প্রথমেই এই কাজটি করেছেন। রোহিত শর্মাকে অপেক্ষা করতে হয়েছিল আরও তিন ওভার। সামান্য কিছু সুযোগ দিলেও মোটেও উপর নিখুঁত ব্যাটিং করেছেন দুই ব্যাটার।

তবে এই নির্বিষ ওয়েস্ট ইন্ডিজ বোলিং আক্রমণের সামনে বড় রান করে অর্ধশতরান করে নিজেদের অপরিহার্য হিসেবে প্রমাণ করতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা। তবে এই বছর খুব বেশি টেস্ট খেলতে হবে না রোহিত শর্মাদের। তারা ব্যস্ত থাকবেন ওডিআই ক্রিকেটের সর্বোচ্চ ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামার প্রস্তুতির। তার আগে এই ক্যারিবিয়ান সফর নিজেদের নামের পাশে বেশ কিছু রান যোগ করে নেওয়ার সুবর্ণ সুযোগ।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর