বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত এক যুগ ধরে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় নামগুলো কি? এই প্রশ্নটা উঠলে বেশিরভাগ ভারতীয় ক্রিকেটপ্রেমীর মনে যে নাম দুটো উঠে আসবে সেই নাম দুটি হল রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। দুই ক্রিকেটে দীর্ঘদিন ধরে ভারতের হয়ে খেলছেন এবং দলকে একাধিক ম্যাচ জিতিয়েছেন। তাদের দুজনকে এখন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিও বলা যেতে পারে। তাদের নামের পাশেও রয়েছে এক ঝাঁক রেকর্ড যা ভবিষ্যতে অন্য কোনও ক্রিকেটারের পক্ষে ভাঙা খুবই কঠিন।
এখনো দুজনে ভারতীয় দলে রয়েছেন, তবে তারা আগের মতো ধারাবাহিক নন। শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা প্রশংসনীয় নয়। এর জন্য তারা যথেষ্ট সমালোচিত হন। কিন্তু এটাও সত্যি যে এখনো অবধি তাদেরকে ছাড়া ভারতীয় ক্রিকেটকে কল্পনা করার ক্ষমতা, বর্তমান ভারতীয় ক্রিকেট সমর্থকদের তৈরি হয়নি।
কিন্তু কালের নিয়ম আর তিন চার বছর পরে হয়তো দুজনকেই ভারতীয় দলে দেখা যাবে না। তখন তাদের জায়গায় ভারতীয় দলের ভরসা হয়ে দাঁড়াবেন কারা। সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর। ভারতীয় ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি এবং আইপিএলে বিভিন্ন দলে কোচিং করানো এই মুম্বাইকর মনে করেন শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল ভবিষ্যতে বিরাট কোহলি ও রোহিত শর্মার জায়গাটা নিতে চলেছেন।
ওয়াসিম জাফর বলেছেন, “ভবিষ্যতে তিন ফরম্যাটেই দাপট দেখাতে পারবে এমন প্লেয়ারের কথা ভাবতে গেলেই আমার প্রথমেই যশস্বী জয়সাওয়ালের নাম মনে পড়ে। আর আমার মনে হয় শুভমান গিলকেও সময় দিলে ও ভবিষ্যতে অনেক বড় কীর্তি গড়তে পারবে। আর শুধু ব্যাটিংয়ের দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় ওরাও রোহিত আর বিরাটের মতো বড় নাম হয়ে উঠবে ভবিষ্যতে।
এর সঙ্গে সঙ্গে আর এক বাঁ-হাতি তারকা সাই সুদর্শনের নামও নিয়েছেন ওয়াসিম। আপাতত ইমার্জিং এশিয়া কাপে ভারতীয় এ দলের প্রতিনিধিত্ব করছেন তিনি। আইপিএল ফাইনাল এক গুজরাট টাইটানসের জার্সিতে ৯৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন সুদর্শন। তবে খুব শীঘ্রই যে তিনি ভারতীয় দলে সুযোগ পাবেন এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না।