শতরানের পর ফোনে চোখের জলে ভাসলেন যশস্বী, ছেলের মঙ্গল কামনায় বৈদ্যনাথ ধাম যাত্রা বাবা ভূপেন্দ্রর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) সবচেয়ে আলোচিত যে নামটি সেটি হল যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। বহুদিন ধরে নিজের প্রতিভার কারণে তিনি আলোচিত হয়ে আসছিলেন। এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় থেকেই তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করছিলেন, আইপিএলে (IPL 2023) জস বাটলারের মতো তারকাকে ফিকে করে দিয়েছিলেন। এখন ভারতীয় দলের হয়ে অভিষেকেই করেছেন দুর্দান্ত শতরান।

শতরান করে খেলা শেষে ড্রেসিংরুমে ফেরার পর বাড়িতে ফোন করতে চেয়েও পারছিলেন না। কারণ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যখন খেলা শেষ হয় তখন ভারতে গভীর রাত। যদিও তার পরিবার জেগেই ছিল এবং টিভির পর্দায় চোখ রেখে ছিল। তার শত রানের বিষয়টি অজানা ছিল না পরিবারের কাছে। শেষপর্যন্ত ভোর সাড়ে চারটে নাগাদ ছেলের ভিডিয়ো কল আসে ভূপেন্দ্র জয়সওয়ালের ফোনে।

ভিডিও কলে নিজের পরিবারকে দেখতে পেয়ে সাম্প্রতিক সাফল্যের আনন্দে সমানে কেঁদে চলে যশস্বী। ফোনের এপারে থাকা তার পরিবারের সকলের চোখও ছলছলে। যশস্বীর বাবা ভূপেন্দ্র একটি রঙের দোকান চালান। ছেলের সঙ্গে কথা বলার পরই ভগবানকে ধন্যবাদ দেওয়ার উদ্দেশ্যে কয়েকটা দিনের জন্য দোকানের ভার অন্যকে দিয়ে বৈদ্যনাথ ধামের উদ্দেশে রওনা দেওয়ার কথা ভেবেছিলেন ভূপেন্দ্র। যদিও পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে কন্নড় যাত্রার উদ্দেশ্যে বেরিয়েছেন তিনি। জানিয়েছেন তিনি ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে পরবর্তীতে যশস্বী দ্বিশতরান করতে পারেন।

jaiswal debut test 100

উত্তরপ্রদেশের ছেলে যশস্বীর মুম্বাইয়ে গিয়ে স্ট্রাগলের গল্প এখন আর কারোর কাছে অপরিচিত নয়। বহুদিন ধরেই তিনি কঠিন পরিস্থিতির মধ্যে নিজের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে লালন পালন করেছেন। একটি ছোট্ট তাঁবুতে দিনের পর দিন থেকে মালিদের অত্যাচার সহ্য করেও ক্রিকেট খেলে গিয়েছেন। পয়সা রোজগারের জন্য ফুচকা বিক্রিও করতে হয়েছে।

তার দুঃখ প্রাথমিকভাবে কিছুটা কেটে যায় যখন তিনি অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করেন। এরপর আইপিএলে দল পাওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ঘরোয়া ক্রিকেটে তো তিনি দুর্দান্ত ছন্দে ছিলেনই, তার পাশাপাশি আইপিএল ২০২৩-এ অসাধারণ পারফরম্যান্স করে গোটা বিশ্বের নজর কেড়ে নেন তিনি। এরপর ভারতীয় জার্সিতে টেস্ট অভিষেকে প্রথম ভারতীয় ওপেনার হিসেবে বিদেশের মাটিতে অভিষেক ম্যাচে শতরান করে তিনি নায়ক হয়ে যান।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর