বাংলা হান্ট ডেস্কঃ সামনেই রাষ্ট্রপতি নির্বাচন আর তার আগে নিজ প্রার্থীদের জেতানোর জন্য মরিয়া হয়ে উঠেছে কেন্দ্র ও বিরোধী দুই পক্ষই। একদিকে যেমন বিজেপি সরকারের তরফ থেকে আদিবাসী সমাজের কথা মাথায় রেখে এবং বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ‘বিকল্প’ হিসেবে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করা হয়েছে, আবার অপরদিকে বিরোধীদের তুরুপের তাস প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা। শেষ পর্যন্ত নির্বাচনে ফল কি হয়, তা সময় বলবে; অবশ্য রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বে দ্রৌপদী মুর্মুকে ‘বিশেষ’ পরামর্শ দিয়ে বসলেন যশবন্ত সিনহা। তাঁর বক্তব্য, “রাষ্ট্রপতি পদে জয়লাভ করলে দ্রৌপদী মুর্মু যেন রবার স্ট্যাম্প না হন।”
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের নাম ঘোষণা করার পর থেকেই বিজেপি প্রার্থীকে সমর্থন জানিয়েছে বহু বিরোধী দল। এছাড়াও বর্তমানে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি মাঝে বিজেপি প্রার্থীর জয়লাভ এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। এমনকি বিরোধী জোটের অনেকেই ধরে নিয়েছেন যে, রাষ্ট্রপতি পদে সম্ভবত বসতে চলেছেন দ্রৌপদী মুর্মু। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা বললেন, “দ্রৌপদী মুর্মু জয়লাভ করলে তিনি শপথ নিন যে, রবার স্টাম্প হবেন না।”
এক্ষেত্রে অতীতেও প্রচারে গিয়ে বারংবার ধরে এই কথাটি শোনা গিয়েছে যশবন্ত সিনহার মুখে। তিনি বলেন, “আমাদের দেশে রাষ্ট্রপতির ক্ষমতা খুব কম। তবে এক্ষেত্রে প্রধান যে বিষয়টির উপর ভরসা রাখতে হয়, সেটি হলো নৈতিকতা। যদি আমি রাষ্ট্রপতি হই, তবে সরকারের সব সিদ্ধান্তে চোখ-কান বন্ধ করে কখনোই সম্মতি প্রকাশ করবো না। আমি রবার স্টাম্প রাষ্ট্রপতি হতে চাই না।”
বর্তমান সময়ে দাঁড়িয়ে নীতিশ কুমার থেকে শুরু করে মায়াবতীরা যখন বিজেপি পদপ্রার্থীকে নিজেদের সমর্থন প্রকাশ করে চলেছেন এবং ‘আদিবাসী’ ফ্যাক্টর-ও যেখানে কাজ করে চলেছে, সেখান দাঁড়িয়ে প্রাক্তন বিজেপি নেতার এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।