বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে শাসক, বিরোধী সব দলই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্যস্ত। বিরোধী দলের তরফ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী খোঁজা শুরু হলেও, শাসক বিজেপি এখনও পর্যন্ত কারও নাম সামনে আনেনি। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিরোধী জোটে মমতার পছন্দের তিনজনের নাম প্রকাশ্যে আনা হয়েছিল।
ওই তিনজন হলেন NCP প্রধান শরদ পাওয়ার, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ এবং পশ্চিমবঙ্গের প্রকাতন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। তবে, তিনজনই পরিস্কার জানিয়ে দিয়েছেন যে, তাঁরা রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াচ্ছেন না।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগামী রণনীতি ঠিক করতে এদিন শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে সমস্ত বিরোধী দলের নেতা-নেত্রীরাই উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। তবে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে উপস্থিত থাকবেন না। ওনার জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন।
চারিদিকে যখন জল্পনা চলছে যে, বিরোধী শিবির কাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করছে? তখন আচমকাই দল ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। উনি ট্যুইট করে লেখেন ‘রাজ্যসভা এবং তারপরে বিধানসভা নির্বাচনে তৃণমূলের দেওয়া সম্মান ও প্রতিপত্তির জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। এখন সময় এসেছে দল থেকে দূরে বৃহত্তর জাতীয় স্বার্থে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করা উচিত।” বলে রাখি, যশবন্ত সিনহা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ওনার এই ট্যুইটের পর ধারণা করা হচ্ছে বিরোধী পক্ষ থেকে তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন।