বাংলাহান্ট ডেস্ক: বছর শেষ হতে আর কিছুদিন বাকি। সদ্য শেষ হয়েছে বিশ্বকাপ। দর্শক আবার ফিরেছে সিরিয়ালে (Serial)। সপ্তাহ জুড়ে কোন সিরিয়াল কেমন ফল করেছে, নতুন পুরনো মিলিয়ে কে কতটা টিআরপি তুলতে পেরেছে সে সবেরই বিচার হবে এবার। বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকা হাজির। একগুচ্ছ নতুন সিরিয়াল শুরু হয়েছে দুই চ্যানেলেই। কে এগোলো আর কে পেছোলো, দেরি না করে দেখে নিন ঝটপট।
প্রথম স্থানের অধিকারিণীর নাম আর নতুন করে না বললেও চলে। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই টানা ভাল ফল করে চলেছে ‘জগদ্ধাত্রী’। কাছেপিঠে কাউকে ঘেঁষতেই দিচ্ছে না জি বাংলার এই সিরিয়াল। টিআরপি এক লাফে বেশ খানিকটা বাড়িয়ে এ সপ্তাহে ৯.২ পয়েন্ট পেয়েছে জগদ্ধাত্রী। সেই সঙ্গে বাংলা সেরার তকমাও নিজেদের দখলে রেখেছে এই মেগা।
দ্বিতীয় স্থানে রয়েছে একসঙ্গে দুটি সিরিয়াল। জি এর ‘খেলনা বাড়ি’ এবং স্টারের ‘অনুরাগের ছোঁয়া’। দুই সিরিয়ালেরই দখলে রয়েছে ৮.৩ পয়েন্ট। দুই সিরিয়ালই নিজের নিজের চ্যানেলে স্লট লিডার। দর্শকও টানছে দুই মেগাই। এ সপ্তাহে বড় চমক জি বাংলার ‘গৌরী এলো’। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.০।
এ সপ্তাহে ‘বাংলা মিডিয়াম’ এর টিআরপির দিকে নজর ছিল অনেকেরই। দর্শকদের প্রত্যাশা পূরণ করে প্রথম সপ্তাহেই চার নম্বরে জায়গা করে নিয়েছে নীল তিয়াশার জুটির কামব্যাক মেগা। একই সঙ্গে ৭.৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘পঞ্চমী’ও।
পাঁচে জি এর নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’। যৌথ পরিবারে পর্ণার নাকানি চোবানি ভালোই উপভোগ করছেন দর্শকরা। ছয় এবং সাত নম্বর স্থান ফের স্টারের দখলে। ৭.৩ এবং ৬.৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে আলতা ফড়িং এবং গাঁটছড়া দখল করেছে দুই স্থান। দু বছর পরেও আট নম্বরে স্বমহিমায় সবথেকে পুরনো সিরিয়াল মিঠাই। প্রাপ্ত নম্বর ৬.৫।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
জগদ্ধাত্রী- ৯.২ (প্রথম)
অনুরাগের ছোঁয়া, খেলনা বাড়ি- ৮.৩ (দ্বিতীয়)
গৌরী এলো- ৮.০ (তৃতীয়)
বাংলা মিডিয়াম, পঞ্চমী- ৭.৮ (চতুর্থ)
নিম ফুলের মধু,- ৭.৬ (পঞ্চম)
আলতা ফড়িং- ৭.৩ (ষষ্ঠ)
গাঁটছড়া- ৬.৬ (সপ্তম)
মিঠাই- ৬.৫ (অষ্টম)
সাহেবের চিঠি, লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৪ (নবম)
এক্কা দোক্কা- ৬.৩ (দশম)