ইয়েচুরির টুইটবাণে ফের একবার জর্জরিত নরেন্দ্র মোদি

বাংলাহান্ট ডেস্কঃ আরো একবার সিপিআই(এম) (cpim) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি(sitaram iyechuri) টুইট বাণে বিদ্ধ নরেন্দ্র মোদি (narendra modi)। গত মঙ্গলবার মোদির রাজ্য গুজরাটে (gujrat) রেকর্ড ২১ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনাকে সামনে রেখেই এবার আক্রমণ শানালেন এই প্রখ্যাত বামপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব।

Sitaram Yechury

টুইটার হ্যান্ডেলে তিনি প্রশ্ন করেন, গুজরাটের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। কেরলের ক্ষেত্রে ৭১ দিনের তুলনায় সংক্রামিত রোগগুলি সেখানে ৪ দিনে দ্বিগুণ হচ্ছে। গুজরাট এবং এমপির মতো রাজ্যগুলি অন্যদের জন্য একটি সতর্কতা, এবং এটি কোভিড -১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে অন্যান্য রাজ্যের সাফল্যকে ঝুঁকির মুখে ফেলবে।

এর আগে করোনা ইস্যুতেই সামাজিক মাধ্যম টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

কার্টুনিস্ট সতীশ আচার্যের একটি কার্টুন শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে চিকিৎসা খাতের শূন্য ঝুলিতে অর্থদান করতে চাইছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি। যার ক্যাপশনে তিনি লিখেছেন, The toon is right. Public funds were not used by Modi for healthcare but for vanity projects and on PR campaigns. Our valiant health-workers are paying the price, as are the poor and vulnerable who are bearing the brunt of this govt’s gross, wilful neglect of people’s welfare ( মোদি জনসাধারণের তহবিল স্বাস্থ্যসেবার জন্য নয়, ভ্যানিটি প্রকল্প এবং পিআর প্রচারে ব্যবহার করেছিলেন। আমাদের সাহসী স্বাস্থ্যকর্মীরাও এই মূল্য পরিশোধ করছে, দরিদ্র ও দুর্বলরা যারা এই সরকারের দানবন্দী, জনগণের কল্যাণে ইচ্ছাকৃত অবহেলার ফল বহন করছে)

এরপর অপর দুটি টুইটেও তিনি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য নীতি নিয়ে প্রশ্ন তোলেন, একটি টুইটে তিনি লিখেছেন, ভারতে প্রথম করোনা আক্রান্তের ঘটনা ছিল ৩১ জানুয়ারি। তখন মোদী ট্রাম্পের ইভেন্ট নিয়ে ব্যস্ত ছিলেন।
অপরটিতে, যদি কোনও পিপিই না থাকে তবে আমাদের স্বাস্থ্যসেবা কর্মীরা সংক্রামিত হতে শুরু করবেন। লকডাউনের পুরো উদ্দেশ্যটি তখন লক্ষ্যভ্রষ্ট হবে। মোদী কেন এইরকম গুরুত্বপূর্ণ ইস্যুতে নীরব? আমাদের স্বাস্থ্যসেবা কর্মীদের পিপিই সরবরাহ করার বদলে লোকদের থালা বাজাতে বলছেন প্রধানমন্ত্রী ।


সম্পর্কিত খবর