মোদি সরকারের এসি ট্রেন চালানোর সিদ্ধান্তকে ‘জনবিরোধী’ বলে আক্রমণ ইয়েচুরির

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মোদি সরকারের ( modi government) বিরুদ্ধে আবারো তোপ দাগলেন সিপিআই(এম) cpi(m) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (sitaram yechuri)। ভারতীয় রেলের ( indian railways) শুধু বাতানুকূল ট্রেন চালানোর কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে উচ্চবিত্ত ও জনবিরোধী বলে টুইটারে আক্রমন করেন তিনি।

করোনা ভাইরাসের সংক্রমণ রোখার জন্য গোটা দেশে রেল (Indian Railways) সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ৫০ দিন ট্রেন বন্ধ থাকার পর সরকার আরও একবার প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নয়েছে। এর আগে মালগাড়ি আর শ্রমিক স্পেশ্যাল ট্রেনই চালিয়েছে সরকার। রেলওয়ে জানিয়ে দিয়েছে যে কোন ক্যাটাগরিতেই টিকিটের ছাড় দেওয়া হবে না। এই ট্রেনের ভাড়া রাজধানী এক্সপ্রেসের মতই হবে। আর সম্পূর্ণ কোচ এসি থাকবে।

নিজের টুইটার হ্যান্ডেলে সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক লেখেন, ‘ নির্বাচিত রুটে কেবল এসি ট্রেন পরিষেবা আবার চালু করার সিদ্ধান্তটি অভিজাত ও জনবিরোধী। এটি দরিদ্র এবং অর্থনৈতিক ভাবে অসচ্ছ্বল নিম্নমধ্যবিত্ত , যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, যারা এটিকে সবচেয়ে বেশি ব্যবহার করেন তাদের সবচেয়ে বেশী প্রয়োজন। এটি মোদী সরকার গড় ভারতীয়দের ভারতীয়দের সাথে যে উদাসীনতা ও ঘৃণা প্রকাশ করে সে সম্পর্কে বলে’

এর আগে, মোদির রাজ্য গুজরাটে করোনা সংক্রমণ থেকে শুরু করে চিকিৎসা খাতে সরকারের বরাদ্দ বারবারই প্রশ্ন তুলেছিলেন সি পি আই (এম) এর সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরি।  এসি রেল চালানোর সিদ্ধান্তকে সামনে রেখে ফের একবার আক্রমণ শানালেন এই প্রখ্যাত বামপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব।

X