বেরঙিন জলের বদলে আকাশ থেকে পড়ল হলুদ বৃষ্টির ফোঁটা, আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এলাকায়

বাংলাহান্ট ডেস্কঃ আকাশ থেকে বৃষ্টি (Rain) পড়ছে। কিন্তু সেই বৃষ্টির রং হলুদ। আতঙ্কে ঘর বন্দী হয়ে যায় এলাকাবাসী। স্থানীয় প্রশাসনকে বিষয়টা জানালে, তাঁরা বৃষ্টির জলের নমুনা পরীক্ষার জন্য পাঠায়।

yello rain 3333
শীত যেতে না যেতেই এসেছিল বর্ষা। এই বর্ষার পূর্বাভাষ আলিপুর আবহাওয়া দফতর (Weather Office )আগে থেকেই জানান দিয়েছিল। কিন্তু এই হলুদ বৃষ্টির খবর তাঁরা দিতে পারেননি। আর তাই গত তিন চার দিনের হঠাৎ হলুদ বৃষ্টিতে আতঙ্কিত হয়ে পড়ে হাওড়ার (Howrah) বাগনানে পাতিনান গ্রামের মানুষজন। বৃষ্টির সাথে আকাশ থেকে পড়তে শুরু করে হলুদ রঙের তরল। আর তা দেখেই ভয়ে ঘর থেকে বেরোনো বন্ধ করে দেন বহু মানুষ।

গত কয়েকদিনের হালকা বৃষ্টিতে দেখা যায় এই হলদ রঙের বৃষ্টি। তব এই বৃষ্টি কিন্তু একসঙ্গে টানা অনেকক্ষণ ধরে হচ্ছিল না। অল্প অল্প করে মাঝে মধ্যে হচ্ছিল। বাইরে থেকে কোন ব্যক্তির জামাকাপড়ের যে জায়গায় এই ধরণের তরল বিন্দু বা হলুদ বৃষ্টি পড়ছিল, সেই জায়গাটা হলুদ রঙের হয়ে যাছিল। ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছিল প্রশাসন। তবে মনে করা হচ্ছে, প্রাকৃতিক কারণেই এই হলুদ ফোঁটা বা হলুদ বৃষ্টি আকাশ থেকে ঝরে পড়ছে। তবে এর পেছনের সঠিক কারণ খুঁজতে গবেষণা চালাচ্ছেন পরিবেশবিদরা।

তবে আবার মনে করা হচ্ছে অতিরিক্ত দূষণের ফলে এই ধরনের হলুদ বৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘর থেকে বেরনো বন্ধ করে দিয়েছিল। তবে এই হলুদ বৃষ্টিকে অনেকে আবার অ্যাসিড বৃষ্টি বলেও মনে করছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর