নয়া রূপে ফিরছে হলুদ ট্যাক্সি! অভিনব উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের, এবার অ্যাপেই মিলবে ‘যাত্রী সাথী’

বাংলাহান্ট ডেস্ক : কলকাতার একাধিক বড় স্টেশন থেকে প্রতিনিয়ত লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন বিভিন্ন স্থানে। স্টেশনগুলিতে নেমে যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য অনেক সময় ট্যাক্সি পেতে সমস্যার সম্মুখীন হন। এই সমস্যা দূর করতে এবার হলুদ ট্যাক্সির অ্যাপ পরিষেবা চালু করা হল সরকারের পক্ষ থেকে।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি নিজের বাড়ি থেকে এই অ্যাপের উদ্বোধন করেন। এই অ্যাপ তৈরি করা হয়েছে রাজ্য সরকারের পরিবহণ দফতর ও তথ্যপ্রযুক্তি দফতরের যৌথ উদ্যোগে। আজ থেকে এই পরিষেবা চালু করা হয়েছে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, কলকাতা বিমানবন্দর, কলকাতা স্টেশন এবং সাঁতরাগাছি স্টেশনে।

আরোও পড়ুন : বিশাল সস্তায় ট্যুর প্যাকেজ আনল পশ্চিমবঙ্গ সরকার! ঘুরতে পারবেন পাহাড়-সাগর, জঙ্গল-মালভূমি

প্রি পেইড ট্যাক্সি পরিষেবা এর আগে চালু করা হয়েছিল হাওড়া স্টেশনে। এই প্রিপেইড বুথ থেকে ট্যাক্সি বুকিং করে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হত। কিন্তু রাজ্যের পরিবহন দপ্তর চেষ্টা করছে যাত্রী পরিষেবার মান আরো উন্নত করার। সেই লক্ষ্যেই এবার হলুদ ট্যাক্সির অ্যাপ চালু করা হল। এই অ্যাপের নাম দেওয়া হয়েছে ‘যাত্রী সাথী।’

হাওড়া স্টেশনে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অ্যাপের উদ্বোধন উপলক্ষে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, হাওড়া সিটি পুলিসের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, জেলাশাসক দীপাপ প্রিয়া পি এবং বিধায়ক মদন মিত্র ও গৌতম চৌধুরী।

pro
পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, পরীক্ষামূলকভাবে গত তিন মাস ধরে এই অ্যাপ পরিষেবা প্রদান করেছে। সরকারিভাবে আজ এই অ্যাপ চালু করা হল। পরিবহন মন্ত্রীর দাবি সরকারিভাবে দেশের মধ্যে এই প্রথম ট্যাক্সি অ্যাপ চালু করা হয়েছে। যাত্রীদের পরিষেবা সংক্রান্ত অভিযোগ থাকলে তা জানানো যাবে পরিবহণ দফতরের গ্রিভান্স সেলে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর