বাংলাহান্ট ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বাড়ানোর পর বিভিন্ন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) উপর তাদের সুদের হার বাড়িয়েছে। ফলে গ্রাহকদের খুবই সুবিধা হয়েছে। অনেক গ্রাহকই অল্প ঝুঁকিতে বিনিয়োগ করে বেশি লাভ করতে চান। তাঁদের জন্য ফিক্সড ডিপোজিট সবচেয়ে সহজ বিকল্প।
তাই ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ায় কম ঝুঁকিতে বেশি রিটার্ন পাচ্ছেন এই সমস্ত গ্রাহকরা। ইতিমধ্যেই একাধিক সরকারি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের উপর তাদের সুদের হার বাড়িয়েছে। এ বার এই তালিকায় নাম লেখাল বেসরকারি ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্ক (Yes Bank)।
ইয়েস ব্যাঙ্ক তাদের ২ কোটি টাকার কম বিনিয়োগের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হারে পরিবর্তন এনেছে। চলতি মাসের ৯ তারিখ থেকেই ফিক্সড ডিপোজিটের উপর নতুন হার লাগু হয়েছে। সাত দিন থেকে দশ বছর ব্যাপী ফিক্সড ডিপোজিট স্কিমের উপর ৩.২৫ থেকে ৬.৭৫ শতাংশ অবধি হারে সুদ দেওয়া হচ্ছে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এটি ৩.৭৫ থেকে ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
সুদের হারে পরিবর্তন আনার পর ফিক্সড ডিপোজিটের উপর কত হারে সুদ দেওয়া হচ্ছে তার একটি তালিকা প্রকাশ করেছে ইয়েস ব্যাঙ্ক। তাতে দেখা যাচ্ছে, ৭ থেকে ১৪ দিনে ম্যাচিওর করা ফিক্সড ডিপোজিটের উপর ৩.২৫ শতাংশ হারে রিটার্ন দেওয়া হচ্ছে। পাশাপাশি, ১৫ থেকে ৪৫ দিন ব্যাপী ফিক্সড ডিপোজিটের উপর দেওয়া হচ্ছে ৩.৭০ শতাংশ হারে সুদ।
৪৬ থেকে ৯০ দিন অবধি যে সব ফিক্সড ডিপোজিট রয়েছে, তাদের উপর দেওয়া হচ্ছে ৪.১০ শতাংশ হারে সুদ। একইভাবে ৯১ দিন থেকে ১৮০ দিন অবধি ফিক্সড ডিপোজিটের উপর পাওয়া যাচ্ছে ৪.৭৫ শতাংশ হারে সুদ। ১৮১ থেকে ২৭১ দিন ব্যাপী ফিক্সড ডিপোজিটের সুদ দেওয়া হচ্ছে ৫.৫০ শতাংশ হারে। ২৭২ দিন থেকে ১ বছর অবধি যে সব ফিক্সড ডিপোজিট রয়েছে, তাদের উপর ৫.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
একইভাবে ১ বছর থেকে ৩৬ মাস অবধি ফিক্সড ডিপোজিটের উপর গ্রাহকরা পাচ্ছেন ৭ শতাংশ সুদ। ৩৬ থেকে ১২০ মাস অবধি ফিক্সড ডিপোজিটের উপর ৬.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এছাড়াও ১২ অক্টোবর থেকে সাধারণ গ্রাহকরা ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৭৫ শতাংশ হারে একটি স্পেশাল ফিক্সড ডিপোজিটের উপর সুদ পাচ্ছেন।
এই স্কিম ২০ থেকে ২২ মাস ব্যাপী। পাশাপাশি, ৯ অক্টোবর থেকে ৩০ মাসের একটি স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম চালু করা হয়েছে। এখানে সাধারণ মানুষ ৭.৫০ শতাংশ হারে সুদ পাচ্ছেন। প্রবীণ নাগরিকরা এই স্কিমে পাচ্ছেন ৮ শতাংশ হারে সুদ।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…