গৌরনাথ চক্রবর্ত্তী, ২৭ জুনঃ বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত।ওয়েস্ট ইণ্ডিজকে ১২৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করল। ম্যাঞ্চেস্টারে মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি।বৃহস্পতিবার বিশ্বকাপে ভারত ও ইণ্ডিজ মুখোমুখি হয়।এদিন টসে জিতে ভারত ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।বিরাট কোহলি ব্যক্তিগত ৩৭ রান করার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ হাজার রান পূর্ণ করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় ভারতীয় ও বিশ্বের ১২ নম্বর ব্যাটসম্যান হিসাবে ২০ হাজার ক্লাবের সদস্য হলেন ভারত অধিনায়ক।
এদিন ব্যাটিং -এর শুরুতেই রোহিত শর্মা আউট হন।রোহিত ২৩ বলে ১৮ রান করেন।লোকেশ রাহুল ৬৪ বলে ৪৮ রান করেন।কোহলি ৮২ বলে ৭২ রানে আউট হন।বিজয় শংকর ১৯ বলে ১৪ রান করেন।কেদার যাদব ১০ বলে ৭ রান করেন।পাণ্ডিয়া ৩৮ বলে ৪৬ রানে আউট হন।শামি ০ রানে আউট হন।ধোনী ৬১ বলে ৫৬ রানে অপরাজিত থাকে।ভারত ৭ উইকেটে ২৬৮ রান করে।২৬৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ওয়েস্ট ইণ্ডিজ ৩৪.২ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে যায়।
ক্রিস গেল ৬ রানে আউট হন।অ্যামব্রিস ৩১ রান করেন।হোপ ৫ রান করেন।পুরাণ ২৮ রানে আউট হন।হেটমার ১৮ রান করেন।হোল্ডার ৬ রান করেন।রোচ১৪ রানে অপরাজিত থাকেন।ভারতের মহম্মদ শামি ৬. ২ ওভারে ১৬ রানের বিনিময়ে ৪ টি উইকেট নেন।বুমরাহ ৬ ওভারে ৯ রান দিয়ে ২ টি উইকেট নেন।চাহাল ৭ ওভারে ৩৯ রান দিয়ে ২ টি উইকেট নেন।কুলদীপ যাদব ৯ ওভারে ৩৫ রানে ১ টি উইকেট নেন।পাণ্ডিয়া ৫ ওভারে ২৮ রান দিয়ে ১ টি উইকেট নেন।ভারত কাছে পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গেই এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেল ওয়েস্ট ইণ্ডিজ।
ভারত ১২৫ রানে ওয়েস্ট ইণ্ডিজকে হারালো
সম্পর্কিত খবর