ধাওয়ানের নেতৃত্বে কাল ভারতীয় দলে ঘটলো এমন ঘটনা, যা শেষবার ১০ বছর আগে ধোনির অধিনায়কত্বে ঘটেছিল

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল কাল রাঁচির মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজ। প্রথমে ব্যাট করে মহম্মদ সিরাজের দুরন্ত বোলিংয়ের দৌলতে ২৭৮ রানের বেশি তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এরপর ঈশান কিষানের ৯৩ এবং শ্রেয়স আইয়ারের ১১৩ রানের ইনিংসের দৌলতে চার ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেন ভারতীয় দল।

তবে কাল ভারতীয় দলের আদর্শ নির্বাচনে একটি এমন ব্যাপার দেখা দিয়েছিল যা গত ১০ বছরে দেখা যায়নি। অধিনায়ক শিখর ধাওয়ান দুটি পরিবর্তন করার পর যে দলটিকে মাঠে নেমেছিলেন সেই দলটিতে এমন ৫ জন ক্রিকেটার ছিলেন যারা ব্যাট করেন বাঁ হাতে। এই ৫ জন ক্রিকেটার ছিলেন শিখর ধাওয়ান, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ এবং কুলদীপ যাদব। শেষবার ভারতীয় দল পাঁচজন বাঁ-হাতি ব্যাটার নিয়ে মাঠে নেমেছিল ১০ বছর আগে মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বে ২০১২ সালের অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত কমনওয়েলথ ব্যাংক সিরিজের ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে। সেই পাঁচজন ব্যাটার ছিলেন গৌতম গম্ভীর, পার্থিব প্যাটেল, সুরেশ রায়না, ইরফান পাঠান এবং রবীন্দ্র জাদেজা।

কালকের ম্যাচে এই পাঁচ বাঁ-হাতি ব্যাটারের মধ্যে কেবল মাত্র দু’জন ব্যাট করার সুযোগ পেয়েছেন। সুন্দর, শাহবাজ এবং কুলদীপকে ব্যাট হাতে নামতে হয়নি। ধাওয়ান মাত্র ১৩ রান করে আউট হয়ে গেলেও দুর্দান্ত এবং আগ্রাসী ব্যাটিং করে ৯৩ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন ঈশান। তবে শতরান করে কাল তার ওপর থেকে প্রদীপের আলো অনেকটাই কেড়ে নিয়েছিলেন শ্রেয়স আইয়ার।

শ্রেয়স আইয়ার চলতি সিরিজের দুটি ম্যাচই দুর্দান্ত ব্যাটিং করেছেন। প্রথম ম্যাচে আগ্রাসী অর্ধশতরানের পর দ্বিতীয় ম্যাচেও আগ্রাসী ব্যাটিং করে ১১৩ রান করেছেন তিনি। পরিসংখ্যান বলছে শেষ ছয় ওডিআই ম্যাচের স্কোরগুলি যথাক্রমে ১১৩*, ৫০, ৪৪, ৬৩, ৫৪ এবং ৮০। এই সময় তার স্ট্রাইক রেট ৯৫.৭৩ এবং এভারেজ ৮০.৮০।

কালকের ইনিংসের পর একটি রেকর্ড গড়ে ফেলেছেন শ্রেয়স। কেরিয়ারের প্রথম ২৯টি ওডিআই ম্যাচের পর সবচেয়ে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারে পরিণত হয়েছেন যা নিঃসন্দেহে বেশ গর্ব করার মতোই ব্যাপার।

২৯টি ওডিআই ইনিংসের পর সর্বোচ্চ রান করা ভারতীয় ক্রিকেটার
১. শ্রেয়স আইয়ার (১২৭৬)
২. শিখর ধাওয়ান (১২৩১)
৩. নভজ্যোৎ সিধু (১১৪৩)
৪. বিরাট কোহলি (১০৮২)
৫. মহেন্দ্র সিং ধোনি (১০৫৪)

X