বন্ধু ভারতের উদ্যোগে ঐতিহাসিক Times Square-এ পালিত হল যোগ দিবস, উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ

বাংলাহান্ট ডেস্কঃ ২১ শে জুন সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day 2021) পালিত হচ্ছে গোটা বিশ্বে। একদিকে এই দিবস উপলক্ষ্যে যেমন সকাল সকাল ভারতের (india) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) ভার্চুয়াল মাধ্যমে ভারতবাসীকে উজ্জীবিত করার কাজে ব্রত থাকলেন, তেমনই নিউইয়র্কের (New York) ম্যানহ্যাটনের ঐতিহাসিক টাইম্স স্কোয়্যারে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস।

5858910836 03af4eaca6 b

প্রধান্ত ভারতের উদ্যোগেই ঐতিহাসিক টাইম্স স্কোয়্যারে এই যোগ দিবস পালন করা হয়। প্রায় ৩ হাজারেরও বেশি মানুষ সেখানে উপস্থিত হয়ে যোগাসন করেন। এই অনুষ্ঠানের এ বছরের থিম ছিল ‘Solstice in Times Square 2021’। সশরীররে উপস্থিত হওয়ার পাশাপাশি ভার্চুয়াল মাধ্যে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত যোগচর্চার ক্লাস করলেন বহু মানুষ। সাক্ষী থাকলেন এক ঐতিহাসিক মুহূর্তের।

yoga times square eyes closed

টাইমস স্কোয়্যার কর্তপক্ষের সঙ্গে যৌথভাবে এই যোগ দিবসের আয়োজন করেছিলেন নিউইয়র্ক স্থিত ভারতের কনসুলেট জেনারেল রণধীর জওসওয়াল। তিনি জানান, ‘বর্তমানে গ্লোবাল হেরিটেজের অংশ হয়ে দাঁড়িয়েছে যোগাসন। যোগব্যায়ামের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান ও সুন্দর পরিবেশের প্রয়োজন, যেখানে মন শান্ত করে যোগব্যায়াম করা সম্ভব। মূলত, ভারতে যোগব্যায়ামের প্রচলন হলেও, বর্তমানে এই পদ্ধতিকে গোটা বিশ্বই আপন করে নিয়েছে’।

ygcbbkcku

টাইমস্ স্কোয়্যারের যোগচর্চায় অংশগ্রহণকারী রুচিকা লাল নামক এক ব্যক্তি জানিয়েছেন, ‘একটি ভালো অভিজ্ঞতার সাক্ষী থাকলাম আজকে। এমন ঐতিহাসিক স্থানে যোগচর্চা, প্রাণায়ম ও ধ্যান করা খুবই ভাগ্যের ব্যাপার। এই ব্যস্ততম রাস্তায় আজকের দিনে হাজার হাজার মানুষ এসে যোগাসনে ব্রতী হয়েছিলেন’।

Smita Hari

সম্পর্কিত খবর