“আজাদী স্লোগান মেনে নেওয়া হবে না” কঠোর নীতি যোগী সরকারের!

 

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের তিন দিন ধরে ধরে ছিল আগুন, পুড়ে ছারখার কোথাও বা ভেঙে দেয়া হয়েছিল সরকারি সম্পত্তি। নষ্ট হয়েছে বহু কোটি কোটি টাকার সম্পত্তি। ছারখার হয়ে গেছে একের পর এক রেলস্টেশন। কিন্তু ধরপাকড়ে প্রশাসন নীরব। এখনো পর্যন্ত জনসমক্ষে আসেনি কোন তথ্য । তবে উল্টো ছবি ধরা পড়েছে উত্তরপ্রদেশ সরকারের কার্যকলাপে।

আর এবারও মোদি সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনমতেই দেশ বিরোধী স্লোগান বরদাস্ত করবেনা তার সরকার। তার জন্য যথাযোগ্য শাস্তি দেওয়া হবে । তবে এটা নতুন নয় এর আগেও সরকারি সম্পত্তি নষ্টের জন্য চিহ্নিত কারিদের শাস্তির ব্যবস্থা করেছিল যোগী। তিনি আবার বুঝিয়ে দিয়েছেন তিনি পাল্টান নি। বুধবার কানপুরে জনসভা করেন যোগী।

IMG 20200123 121551

তাঁর উদ্দেশ্য ছিল, সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে মানুষকে বুঝিয়ে বলা। সেখানে তিনি বলেন, “যদি কেউ প্রতিবাদের নামে আজাদির স্লোগান তোলে তাকে দেশদ্রোহী বলে ধরে নেওয়া হবে। সরকার তার বিরুদ্ধে সেইমতো ব্যবস্থা নেবে। আজাদির স্লোগান মেনে নেওয়া হবে না। কেউ ভারতের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এমনটা কিছুতেই মেনে নেওয়া হবে না।”

Udayan Biswas

সম্পর্কিত খবর