জেলবন্দিদের শোনানো হবে গায়ত্রী মন্ত্র, অপরাধীদের জন্য বড় ভাবনা যোগী আদিত্যনাথের

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। উত্তরপ্রদেশ ভোটে জেতার পর যোগী আদিত্যনাথ যে বর্তমানে অনেক বড় এবং জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন, তা বলাবাহুল্য। ফলে তার জনপ্রিয়তা আজকাল বহুগুণে বেড়েছে এবং ইউপি নির্বাচনে জয়ের পর মানুষ তাকে খুব পছন্দ করছে।

জয়ের পর যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সাথে সাথে গোটা রাজ্যে শান্তির বার্তা দিয়েছেন। তারপর থেকে সন্ত্রাস দমনে এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বেশকিছু কড়া ব্যবস্থা নিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। আর এবার এমন এক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী যা প্রশংসা কুঁড়িয়েছে গোটা রাজ্যবাসীর।

এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের সকল জেল বন্দীদের জন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি এদিন ঘোষণা করেন যে, এবার থেকে গোটা রাজ্যের সকল জেলে বাজানো হবে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র। এবং শুধুমাত্র তাই নয়, এর সাথে গায়ত্রী মন্ত্রও শুনতে পাবে সকল জেল কয়েদিরা। এর পেছনে কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন যে, এই সকল মন্ত্র বাজানো হবে জেলে থাকা বন্দীদের মানসিক শান্তির জন্য। ফলে যোগীর এই সিদ্ধান্ত যে রাজ্যবাসীর প্রশংসা কুড়িয়েছে, সে বিষয়ে মত বিশেষজ্ঞদের।

সূত্রের খবর, উত্তরপ্রদেশের জেল মন্ত্রী ধরমবীর প্রজাপতি জেলা প্রশাসনকে ইতিমধ্যেই এই নির্দেশ পাঠিয়েছেন। জেল মন্ত্রী ধরমবীর প্রজাপতির নির্দেশে সম্প্রতি রাজ্যের বহু জেলে গায়ত্রী মন্ত্র এবং মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বাজানো শুরু করা হয়েছে। কারাগারের ভেতরে থাকা সকল বন্দীদের আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত করার জন্য এবং তাদের সুনাগরিক হিসেবে ভবিষ্যতে প্রতিষ্ঠা করার জন্যই যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট জানিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন।

jpg 20220408 175826 0000

উত্তরপ্রদেশের সকল বন্দীদের মানসিক শান্তির পাশাপাশি অপর একটি ঘোষণা করেন যোগী আদিত্যনাথ। তার ঘোষণা অনুযায়ী, এবার থেকে গোটা রাজ্যের সকল জেলখানায় প্লাস্টিকের বোতল এবং জিনিসপত্র নিষিদ্ধ করা হয়েছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর