ফের অ্যান্টি-রোমিয়ো স্কোয়াড চালু করার নির্দেশ দিলেন যোগী আদিত্যনাথ

 

বাংলা হান্ট ডেস্ক: যোগী আদিত্যনাথ ফের অ্যান্টি-রোমিয়ো স্কোয়াড চালু করার নির্দেশ দিলেন উত্তর প্রদেশে মহিলাদের ওপর একের পর অপরাধের। তিনি একটি বৈঠক করেন পুলিশের উচ্চ-পর্যায়ের আধিকারিকদের সঙ্গে। তারপরই এই স্কোয়াড চালুর নির্দেশ দেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যে মহিলাদের ওপর বেড়ে চলা অপরাধের ঘটনায়।

 

উত্তরপ্রদেশের শাসন ব্যবস্থাকে বহু প্রশ্নের মুখে পড়তে হয়েছে গত সপ্তাহে এক নাবালিকার ওপর পরপর পাঁচটি অপরাধমূলক ঘটনার জেরে। আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন এই অবস্থার শক্ত হাতে অপরাধ দমন করতে হবে।

0f56e img 20190611 wa0027

তাই তিনি ফের অ্যান্টি-রোমিয়ো স্কোয়াড চালু করতে বলেন মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন গ্রামের দিকে পুলিশি নজরদারি আরও বাড়ানোর জন‍্য।

সম্পর্কিত খবর