বাংলা হান্ট ডেস্কঃ বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকে সংবাদমাধ্যমের শিরোনামে আসার অভ্যাস তার চিরদিনের। এবারও তিনি বজায় রাখলেন তাঁর সেই পারফর্মেন্স। তিনি বারবার করে মুখ খুলেছেন এবং বিতর্কে জড়িয়েছেন। কিন্তু কখনো অমিত শাহ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন,”অমিত শাহ নিজেকে হিন্দু বলে প্রচার করেন কিন্তু তিনি হিন্দু নন”
কিন্তু তখন তা নিয়ে রাজনৈতিক জলঘোলা কম হয়নি যখন রাহুল গান্ধীর সোমনাথ মন্দিরে অহিন্দু কোঠায় সই করা নিয়েও। বিতর্ক সেই সময় উসকে দিয়েছিলেন তিনি। সময়টা বদলে গেছে সরকারের নীতি নির্ধারণের কঠোরতা ও।
প্রধানমন্ত্রী কেউ তিনি ছাড়েন নি বিতরকের মাঠে তার মতে “প্রধানমন্ত্রী যখন বলে আমি হিন্দু তখন ঠিক আছে কিন্তু যখন আমি বলি মুসলিম তখন ঠিক নেই ‘”
কিন্তু যখনই তিনি এভাবে মুখ খুলেছেন তখনই সংবাদমাধ্যমে নিয়ে শোরগোল পড়ে গেছে। এবার উত্তরপ্রদেশের যোগী সরকার এর প্রধান হোতা যোগী যখন দেশের অর্থনীতি নিয়ে মুখ খুলেছেন। তিনি হয়তো মোগল সাম্রাজ্যের কোন একটি বিষয়কে অর্থনীতির আঙিনায় টেনে এনেছেন কিন্তু তা নিয়ে শুরু হয়েছে ওইসির কূটনৈতিক চাল।
370 ধারা ও 35 এ নিয়ে যখন বারবার করে মুখ খুলেছে কংগ্রেস সরকার তখন সমস্ত বালিয়াড়ির ঝড় এসে পড়েছে তাদের মুখেই। কাশ্মীরি ওআইসির মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জটিলতা। এবারও তিনি উসকে দিলেন সেই জটিলতার অন্য একটি মুখ। যোগীর অর্থনীতি নিয়ে মন্তব্যকে তিনি ব্যঙ্গ করে বলেছেন”যোগী প্রমান করে দিয়েছেন যে উনার কোন বিষয়ে জ্ঞান নেই, উনি ভাগ্যবান যে উনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পেরেছেন” মন্তব্য আর কারো নয় হায়দ্রাবাদের সংসদ ওয়েসির