‘শ্রী রামকে নিয়ে প্রথম পাঠ ”সত্য বলা”, যা জীবনে কোনদিন করেননি’- রাহুলকে আক্রমণ যোগীর

বাংলাহান্ট ডেস্কঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (rahul gandhi) ট্যুইটে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adityanath)। রাহুল গান্ধীর শেয়ার করা ঘটনার পাল্টা জবাব দিলেন যোগী আদিত্যনাথ। সেইসঙ্গে কড়া ভাষায় তাঁকে আক্রমণ করতেও ছাড়লেন না তিনি।

সম্প্রতি দিনে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওকে নিয়েই দুপক্ষের মধ্যে ট্যুইট যুদ্ধ শুরু হয়। বিষয়টা হল, গত ৫ ই জুন আব্দুল সামাদ নামক এক বৃদ্ধকে পাকিস্তানি চর সন্দেহে আচমকাই একদল ব্যক্তি ছুরি দিয়ে ভয় দেখিয়ে তুলে নিয়ে যায়। তাঁকে মারধর করে তাঁর দাড়ি কেটেও দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁকে জোর করে শ্রী রাম, বন্দে মাতরম বলানো হয় বলেও অভিযোগ উঠেছে।

স্যোশাল মিডিয়ায় শেয়ার হওয়া এই ভাইরাল ভিডিও দেখে ওই বৃদ্ধ ব্যক্তির পক্ষ নিয়ে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার একটি প্রতিবেদন শেয়ার করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সঙ্গে তিনি ট্যুইটে লেখেন, ‘সত্যিকারের রামভক্ত কখনও এই কাজ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। এই ধরনের নৃশংসতা সমাজ ও ধর্মের জন্য লজ্জাজনক, যা মানবতা ছেড়ে বহু দূরে অবস্থিত’।

রাহুল গান্ধীর এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ট্যুইটে লেখেন, ‘প্রভু শ্রী রামকে নিয়ে প্রথম পাঠ হল ‘সত্য বলা’, যা আপনি জীবনে কোনদিন করেননি। পুলিশ দ্বারা সত্য ঘটনা প্রকাশ্যে আসার পরও, আপনি সমাজে বিষ ছড়িয়ে দিচ্ছেন- আপনার তো লজ্জা হওয়া উচিৎ। মানবতাকেই এখন হেনস্থা করা হচ্ছে শুধুমাত্র ক্ষমতার লোভে। উত্তর প্রদেশের মানুষকে অপমান করা এবং বদনাম করা বন্ধ করুন’।

Smita Hari

সম্পর্কিত খবর