বাংলা হান্ট ডেস্কঃ আবারও বাংলায় আসছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। কিছুদিন আগেই তিনি মালদহে একটি সভা করে গিয়েছিলেন। এবার উনি একটি রোড শোয়ে অংশ নেবেন বলে জানা যাচ্ছে। বিজেপির স্টার প্রচারকদের মধ্যে যোগী আদিত্যনাথের নাম রয়েছে। গত ২০১৯ এর লোকসভাতেও বাংলায় বেশ কয়েকটি জনসভা করেছিলেন যোগী আদিত্যনাথ। আর উনি যেই জায়গায় জনসভা করেছিলেন, তাঁর মধ্যে বেশিরভাগই বিজেপি জয় পেয়েছিল। এবারও ওনাকে দিয়ে ম্যারাথন প্রচার করানোর পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপি। প্রাপ্ত খবর অনুযায়ী, আগামী ১৬ মার্চ তিনি আসাম যাবেন। এরপর ১৭ মার্চ তিনি পশ্চিমবঙ্গে আসছেন।
এছাড়াও চারদিনে তিনটি জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী। প্রথম দফার নির্বাচনের আগে ঝাঁপিয়ে পড়ছে বিজেপি। কাঁথি, পুরুলিয়া আর বাঁকুড়ায় পরপর তিনটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সুত্রের দাবি অনুযায়ী, আগামী ১৮ মার্চ পুরুলিয়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী। এরপর ২০ মার্চ শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে জনসভা করবেন তিনি। আর ২১ মার্চ বাঁকুড়ায় একটি জনসভা করবেন তিনি।
রাজ্যে প্রথম দফার ভোট হতে চলেছে ২৭ মার্চ আর দ্বিতীয় দফার ভোট হবে ১ এপ্রিল। প্রথম দুই দফায় পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া আর দুই মেদিনীপুরে ভোট হবে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া, পুরুলিয়া আর ঝাড়গ্রামে অভূতপূর্ব সফলতা পেয়েছিল বিজেপি। আর সেই সফলতাকে ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির।
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার ফলে দুই মেদিনীপুরেও বড়সড় চমকের অপেক্ষায় রয়েছে গেরুয়া শিবির। দুই মেদিনীপুরের ৩১ টি আসনকে পাখির চোখ করে রেখেছে বঙ্গ বিজেপি। আর সেই নিয়ে চলছে জোর কদমে প্রচার। আজ নন্দীগ্রাম থেকে মনোনয়ন জমা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
তবে বিজেপির তরফ থেকে এখনও ২৩৪ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। প্রাপ্ত খবর অনুযায়ী, আগামীকাল দিল্লীতে বৈঠক হতে চলেছেন বিজেপির কেন্দ্রীয় কমিটির। আর সেই বৈঠকে বাকি ২৩৪ টি আসনের প্রার্থী তালিকা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে। আগামীকালই সব প্রার্থীর নাম ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আর আগামী সপ্তাহের মধ্যে সব প্রার্থীর নাম ঘোষণাও হবে বলে জানা যাচ্ছে।