বড়পর্দায় এবার যোগী আদিত্যনাথ! নতুন বায়োপিকের তোড়জোড় বলিউডে, মুখ্য ভূমিকায় কে?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে এবার আসতে চলেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বায়োপিক। ভারতীয় রাজনৈতিক জগতের এই খ্যাতনামা ব্যক্তিত্বের শৈশব থেকে রাজনৈতিক জগতের সময়কালের ছবি ফুটিয়ে তোলা হবে পর্দায়। আর সেই বাস্তব কাহিনি নাকি সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে বলে দাবি করেছেন নির্মাতারা।

বলিউডে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বায়োপিক

শান্তনু গুপ্তের লেখা ‘দ্য মঙ্ক হু বিকেম চিফ মিনিস্টার’ বইটির উপরে ভিত্তি করেই লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। বায়োপিকের নাম আপাতত রাখা হয়েছে ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’। পরিচালনায় রয়েছেন রবীন্দ্র গৌতম। সম্রাট সিনেমাটিক্সের ব্যানারে ঋতু মেঙ্গির প্রযোজনায় তৈরি হতে চলেছে ছবিটি।

Yogi adityanath biopic is coming soon

কী দেখা যাবে ছবিতে: জানা যাচ্ছে, যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) শৈশব কাল থেকে তাঁর রাজনৈতিক জীবনে উত্তরণের কাহিনি ফুটিয়ে তোলা হবে এই বায়োপিকে। নাথপন্থী যোগী হিসেবে তাঁর সন্ন্যাস গ্রহণের কাহিনি ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে। উত্তরাখণ্ডের গ্রামের এক সাদামাটা পরিবারের ছেলে কীভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে উঠলেন, এই লম্বা সফরের পেছনের অজানা কাহিনিটাই বায়োপিকে তুলে ধরা উদ্দেশ্য নির্মাতাদের।

 আরো পড়ুন : ভারতে ফের “নীল তিমি” আতঙ্ক? ১০ টাকার জন্য অবলীলায় হাত কাটল ৪০ জন স্কুল পড়ুয়া

কে থাকছেন মুখ্য চরিত্রে: সদ্য সামনে এসেছে ছবির প্রথম পোস্টার। আর সেখানেই খোলসা হয়েছে যোগীর (Yogi Adityanath) ভূমিকায় থাকা অভিনেতার নাম। এই চরিত্রে দেখা যাবে অনন্ত যোশীকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়াল, নিরাহুয়া, পবন মালহোত্রা, অজয় মেঙ্গি, রাজেশ খট্টরের মতো অভিনেতাদের।

আরো পড়ুন : জোরালো ভূমিকম্প! কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ, বঙ্গেও অনুভূত কম্পন

ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন মীত ব্রাদার্স। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষাতেও বিশ্ব জুড়ে মুক্তির পরিকল্পনা রয়েছে ছবিটি। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালেই মুক্তি পেতে পারে অজেয়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর