বাংলা হান্ট ডেস্কঃ হাতে মাত্র ১০ দিন সময়! এর মধ্যে পদত্যাগ না করলে মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকীর মতো পরিণতি হবে। গতকাল সন্ধ্যায় মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশ কন্ট্রোল রুমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) খুনের বার্তা দিয়ে এমনই একটি ফোন আসে। এবার এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হল।
যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) খুনের বার্তা দিয়ে গ্রেফতার কে?
বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের রেশ পুরোপুরি কাটার আগেই যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি। গতকাল হুমকিবার্তা আসার পরেই জোর কদমে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ (Mumbai Police)। সতর্ক করে দেওয়া হয় উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসনকে। সেই সঙ্গেই বাড়ানো হয় যোগী আদিত্যনাথের নিরাপত্তা। এবার জানা যাচ্ছে, এই ঘটনায় এক উচ্চশিক্ষিতা তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি (Death Threat) দেওয়ার অভিযোগে রবিবার মুম্বই থেকে ফতিমা খান নামের এক যুবতীকে গ্রেফতার করা হয় বলে খবর। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত যুবতীর বয়স ২৪ বছর, তিনি উচ্চ শিক্ষিতা। তবে বিগত বেশ কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন বলে খবর।
আরও পড়ুনঃ মমতার হাত থেকে ভাইফোঁটা! নিজের এই ‘ভুল’ নিয়ে বিরাট উপলব্ধি রাজীবের, বললেন…
আচমকা তিনি কেন যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিলেন, এর নেপথ্যে কী কারণ রয়েছে সেটা জেরা করে খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। এদিকে বাবা সিদ্দিকী (Baba Siddique) খুনের পরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকির এই ঘটনায় জোর শোরগোল পড়ে গিয়েছে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় মায়ানগরীর দুঁদে রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর। পুত্র জিশানের অফিসের সামনেই তাঁর ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। শুরু হয় গুলিচালনা। পরবর্তীতে এই হামলার ঘটনায় নাম জড়ায় বিশ্নোই গ্যাংয়ের। এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে মুম্বই পুলিশ। এর মাঝেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে (Yogi Adityanath) খুনের হুমকি দেওয়া ফোন আসে তাদের কাছে। এবার এই ঘটনায় এক যুবতীকে গ্রেফতার করা হল। জিজ্ঞাসাবাদের সময় এবার কী তথ্য উঠে আসে সেদিকেই নজর সকলের।