উত্তরপ্রদেশের উন্নয়ন দেখাতে যোগীর বিজ্ঞাপনে বাংলার ছবি, চেপে ধরল তৃণমূল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি শাসনের মডেল রাজ্য হিসেবে বারবারই সামনে উঠে এসেছে উত্তর প্রদেশের নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে উত্তরপ্রদেশের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। এবার কার্যত সেখানেই দেখা গেল এক অদ্ভুত ঘটনা। সামনে ভোট তাই বিভিন্ন সংবাদপত্রে এখন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কর্মকাণ্ডের বিজ্ঞাপন। এ পর্যন্ত সব চলছিল ঠিকঠাকই কিন্তু হঠাৎ এই সেই সংবাদপত্রে যোগীর বিজ্ঞাপনে দেখা গেল কলকাতার ছবি। যা নিয়ে এখন তুঙ্গে বিতর্ক।

ঘটনাটি ঠিক কি? যোগী রাজে উত্তর প্রদেশ কিভাবে উন্নতি করেছে তারই একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল একটি নামী সংবাদপত্রের পৃষ্ঠা জুড়ে। শিরোনামে লেখা, ‘ট্রান্সফরমিং উত্তরপ্রদেশ আন্ডার যোগী আদিত্যনাথ ‘ কিন্তু যে ছবি রয়েছে যোগীর পায়ের কাছে তা উত্তরপ্রদেশের নয় বরং কলকাতার মা উড়ালপুলের। উড়ালপুল যে শুধু নীল সাদা রঙের তাই নয় এমনকি কলকাতা ট্রেডমার্ক হলুদ ট্যাক্সিও দেখা যাচ্ছে এই ব্রীজটিতে। যার জেরে এটা যে কলকাতার ছবি এ নিয়ে কোন সন্দেহ নেই। আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক।

বিজেপি সরকারের উন্নয়ন দেখাতে গিয়ে ব্যবহার করতে হচ্ছে তৃণমূল সরকারের উন্নয়নের ছবি! ডবল ইঞ্জিন সরকার কি তাহলে মুখ থুবড়ে পড়েছে? এই বিজ্ঞাপন দেখে এমনটাই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন এই ছবি শেয়ার করে তিনি লেখেন, “বিজেপি সবচেয়ে শক্তঘাঁটি উত্তরপ্রদেশেই মুখ থুবড়ে পড়েছে ডবল ইঞ্জিন সরকার। এবার সেটা প্রকাশ্যে চলে এল।”

বিজেপির এই ‘মিথ্যাচার’ প্রসঙ্গে মুখ খুলেছেন সাংসদ মিমি চক্রবর্তী, কুনাল ঘোষ, মুকুল রায় সহ একাধিক নেতা নেত্রী। কুণাল ঘোষ তো এও দাবি করেন এ ঘটনা সত্যি হলে আমরা অমিত মালব্যের কাছে কোন বিস্তারিত ব্যাখ্যা পেতে পারি কি? সব মিলিয়ে এই ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

সম্পর্কিত খবর

X